নন্দীগ্রাম:  নন্দীগ্রামে রানিচকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভ। ভোট শুরু হওয়ার পর থেকে ভোটদান করে একের পর এক বুথে ঘুরে বেড়াচ্ছেন তিনি। শুভেন্দু বলেছেন, এরমধ্যে ৬০ শতাংশ পড়ে গেছে।এটা তো একটা রেভোলিউশন। আমার ধারনা ৮৫ শতাংশের মতো ভোট পড়বে। এরইমধ্যে তাঁর গাড়ি ঘিরে রানিচকে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী-সমর্থকরা।‘জয় বাংলা’ ও ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। 


 


সাতেঙ্গাবাড়িতে শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে ইঁট ছোঁড়ার অভিযোগ উঠেছে। শুভেন্দু বলেছেন, আমাদের বুথ ম্যানেজমেন্ট খুবই ভালো। জয়ের ব্যাপারে প্রত্যয়ী শুভেন্দু। তিনি বলেছেন, এবার লড়াইয়ের মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছে তৃণমূল। 



মমতা দুপুরের পর রেয়াপাড়ার বাড়ি থেকে বেরিয়েছেন বিভিন্ন বুথে যাওয়ার জন্য। এ ব্যাপারে শুভেন্দুর কটাক্ষ, ভোট তো শুরু হয়েছে সাতটায়। এত বেলা বেরোচ্ছেন প্রার্থী। 
শুভেন্দু বলেছেন, অধিকাংশ পঞ্চায়েত এলাকায় তিনি সকাল থেকে ঘুরেছেন। বাকি জায়গাগুলিতেও যাচ্ছেন। 



এর আগে শুভেন্দু বলেন,'' সুফিয়ান মডেল ফেল ... সিআরপিএফ আছে, কিচ্ছু করতে পারছে না তৃণমূল ''। উল্লেখ্য, শেখ সুফিয়ান মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট। 
ভেকুটিয়ার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় শুভেন্দু বলেন, 'তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য ওই বিজেপিকে কর্মীকে হুমকি দিয়েছিল। এই হুমকির জন্য এই আত্মহত্যা বা খুনও হতে পারে। ময়নাতদন্ত করলে বিষয়টি স্পষ্ট হবে। আমরা তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যর গ্রেফতারের দাবি জানিয়েছি'। 
শুভেন্দুর অভিযোগ, 'ওখানকার প্রায় ২০০ পরিবারকে ভোট দিতে দেওয়া হচ্ছিল না। আমরা ঘটনার কথা জানানোর পর কেন্দ্রীয় বাহিনী তাঁদের ভোট দানের ব্যবস্থা করেছে।সাতেঙ্গাবাড়িতেও তৃণমূল গুণ্ডাবাজি করছে। সেজন্য এসেছি'। শুভেন্দুর দাবি, ২ মে শেষ হাসি হাসবে বিজেপিই। 


 


আজ রাজ্যে ভোটগ্রহণের দ্বিতীয় দফায় সকলের নজর নন্দীগ্রামে। সেখানে মূলত ত্রিমুখী লড়াই। শাসক দলের হয়ে লড়ছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিপক্ষ বিজেপির শুভেন্দু অধিকারী ও সংযুক্ত মোর্চার মীনাক্ষি মুখোপাধ্যায়।


 


এদিন সকালেই এই লড়াইয়ে  জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের কথা জানান শুভেন্দু। তিনি বলেন, 'দিদি হার গয়া। পরাজয়ের মার্জিন বলা ঠিক নয়। তবে আগেই বলেছিলাম, বিজেপি ৫০ হাজার ভোটে জিতবে। নন্দীগ্রামের মানুষের সঙ্গে আমার দীর্ঘ সম্পর্ক। সকলের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক।'


 


বিস্তারিত আসছে...