ডেবরা: ভোটের দিন সকাল থেকেই ডেবরা বিধানসভা আসনের বিভিন্ন বুথে ঘুরছেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। বুথের বাইরে বেআইনি জমায়েত, বুথে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ করলেন ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। ভোটার ভয় দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি।


তাঁর অভিযোগ,  নোয়াপাড়া ১ নম্বর অঞ্চলের  ২২ নং আমার পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি। মেরে তাড়িয়ে দিয়েছে। তিনি ভয়ে পালিয়ে গিয়েছেন। আর একজন এজেন্ট গিয়ে দাঁড়়িয়ে আছেন। দেড়শো গুণ্ডা তাঁকে ঘিরে দাঁড়়িয়ে আছে।ফোনে পুলিস পর্যবেক্ষককে পেলাম না। জেনারেল অবজার্ভারকে জানিয়েছি। তিনি স্টাইকিং ফোর্স পাঠানো হবে বলে জানিয়েছেন। তার অপেক্ষা করছি। বারুনিয়াতে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। সেখানে যাব।



ভারতী ঘোষ এক্ষেত্রে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের দিকে। অন্যদিকে, পাল্টা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে বুথে ঢোকার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এক বিজেপি নেতাকে আটকও করে পুলিশ। যদিও তাঁর দাবি, পোলিং এজেন্ট না থাকায় ফর্ম আনতে বলেন বিজেপি প্রার্থী। সেই কারণেই ভোটার না হওয়া সত্ত্বেও বুথে আসেন ওই বিজেপি নেতা। পরে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ডেবরায় ঘটনায় রিটার্নিং অফিসারের কাছে নালিশ বিজেপি প্রার্থীর।



রাজ্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে আজ চার জেলার ৩০ আসনে ভোটগ্রহণ চলছে। এই পর্বে যে ভিআইপি কেন্দ্রগুলি রয়েছে, তার মধ্যে অন্যতম পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভা আসন। এই আসনে লড়াই দুই প্রাক্তন আমলার মধ্য়ে। দুই প্রাক্তন আইপিএস এই আসনে রয়েছেন যুধুধান শিবিরে। তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবীর। অন্যদিকে, বিজেপির হয়ে লড়াইয়ের ময়দানে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা ভারতী ঘোষ। প্রথমজন ভোটের আগে চাকরিতে ইস্তফা দিয়েছেন। অন্যদিকে, ভারতী ঘোষ বছর দুয়েক আগেই চাকরি ছেড়েছিলেন। এরপর বিজেপিতে যোগ দিয়ে ২০১৯-র লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা আসনে বিজেপি প্রার্থী হয়েছিলেন তিনি। তবে তৃণমূলের তারকা প্রার্থী দেবের কাছে হেরে গিয়েছিলেন তিনি। এবার বিধানসভা নির্বাচনে ডেবরা আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করছেন ভারতী।