সমীরণ পাল ও রঞ্জিত হালদার: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। ভোটের আগে দুই ২৪ পরগনা থেকে উদ্ধার হল তাজা বোমা ও বোমা তৈরির মশলা। গোপন সূত্রে খবর পেয়ে, বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ পরগনার হাবড়ার প্রফুল্লনগর এলাকায় অভিযান চালায় পুলিশ। অন্যদিকে বোমা তৈরির মশলা উদ্ধার হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে।


জানা গিয়েছে, হাবড়ায় তল্লাশি চালিয়া পুলিশ। আর এই তল্লাশি চালিয়ে ৬টি তাজা বোমা উদ্ধার করেছে। একইসঙ্গে এক দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম শফিক মণ্ডল। পুলিশ সূত্রে খবর, জেরায় ধৃত যুবক স্বীকার করেছে। ধৃত ওই ব্য়ক্তি জানিয়েছে, সোমবার রাতে হাবড়ায় বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির ঘটনায় বোমা সরবরাহ করেছিল সে। তবে, তাঁর সঙ্গে কোনও রাজনৈতিক দলের সম্পর্ক নেই বলে জেরায় দাবি করেছে অভিযুক্ত।


প্রসঙ্গত, গত সোমবার রাতে, হাবড়া উত্তরের বিজেপি মণ্ডল সভাপতির বাড়ির সামনে বোমাবাজি হয়। বাড়ির সামনে থেকে উদ্ধার হয় বোমার টুকরো, সুতলি। পুলিশ সূত্রে খবর, ধৃত শফিক মণ্ডলের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে উদ্ধার হয়েছে বোমা তৈরির মশলা। গোপন সূত্রে খবর পেয়ে ফারাক মোল্লা নামে এক দুষ্কৃতীর বাড়ি থেকে ৪ কেজি বিস্ফোরক তৈরির মশলা উদ্ধার করে কাশীপুর থানার পুলিশ। তবে, ঘটনার পর থেকেই পলাতক ফারাক মোল্লা। তাঁর নামে অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পুলি‍শ সূত্রে খবর।


উল্লেখ্য, গত সপ্তাহে ভোটের মুখে ভাঙড়ের কাশীপুর থেকে প্রচুর তাজা বোমা উদ্ধার। কাশীপুরের পাকাপোল এলাকায় একটি বাঁশবাগান থেকে ১৭০টি বোমা উদ্ধার হয়। কারা বোমাগুলি মজুত করেছিল খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগে একের পর এক এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনায় তুঙ্গে ওঠে রাজনৈতিক চাপানউতোর।