রাজা চট্টোপাধ্যায়, ময়নাগুড়ি: ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল বৃহস্পতিবার রাতে। বৌভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে আলু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হল কনেযাত্রীদের বাসের। দুর্ঘটনায় ২ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম অনেকে।


এদিন রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে ময়নাগুড়ির শিঙ্গিমারী লক্ষ্মীরহাট এলাকার একটি শনিমন্দিরের কাছে। জানা গিয়েছে, ময়নাগুড়ির উত্তর মৌয়ামারী কাঁঠালবাড়ি এলাকা থেকে একটি বাসে করে প্রায় ৪২ জন মৌলানি এলাকায় বৌভাতের অনুষ্ঠানে যান। সেখান থেকে ফেরার পথে এই শিঙ্গিমারীর লক্ষ্মীরহাট এলাকায় একটি আলু বোঝাই ট্রলিকে ধাক্কা মারে বাসটি। তাতেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত বাসে থাকা কনেযাত্রীদের ২ জন মারা গিয়েছেন বলে খবর। বাসের প্রায় প্রত্যেক যাত্রী গুরুতরভাবে আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে আসে।


ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি গ্রামীন হাসপাতালে আসেন ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী, ময়নাগুড়ির তৃণমূল প্রার্থী মনোজ রায় সহ অনেকে। মনোজ রায় আহতদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।


গতকাল, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ ময়নাগুড়ি এলাকায় বিয়েবাড়ি ফেরত একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আলু বোঝাই একটি লরির। ময়নগুড়ি এলাকায় আলু বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।  এর জেরে বাসের ৩ যাত্রীর মৃত্যু হয়েছে।  ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একাধিক শিশুও রয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। ময়নাগুড়ি থানার পুলিশ সূত্রে দাবি, দুটি গাড়িই প্রচণ্ড গতিতে ছিল।  


দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাতের রাস্তায় দুটি গাড়ির গতি প্রচণ্ড বেশি থাকাতেই দুর্ঘটনাটি ঘটে। তবে এখনও পর্যন্ত দুটি গাড়ির চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়নি। বাস ও লরিটি বাজোয়াপ্ত করেছে পুলিশ। বেশি গতি থাকার কারণে দুই গাড়ির চালকই গাড়ি নিয়ন্ত্রণে রাখতে পারেনি বলে দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ।