কলকাতা : রোড শো বন্ধ নিয়ে কমিশনের হলফনামা গ্রহণ করল হাইকোর্ট। সর্বত্র মাস্কের ব্যবহার নিশ্চিত করুক কমিশন। প্রয়োজনে কমিশন বিশেষ আধিকারিক নিয়োগ করতে পারে, নির্দেশ হাইকোর্টের। সোমবার মামলার পরবর্তী শুনানি। দৈনিক প্রায় ১৩ হাজার করোনা আক্রান্ত!!!!
শ্মশানে মৃতদেহের সারি । তবুও রমরমিয়ে বড় বড় নেতা নেত্রীদের সভা-সমাবেশ-রোড শো...সব চলেছে।চোখের সামনে ঝুরি ঝুরি কোভিড বিধির লঙ্ঘন হতে দেখেও, কার্যত নীরব থেকেছে নির্বাচন কমিশন।


এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে হাইকোর্টের ভর্তসনার পর, অবশেষে রাতে আংশিক হুঁশ ফেরে নির্বাচন কমিশনের।আট দফার মধ্যে ৬ দফার ভোট হয়ে যাওয়ার পর, রোড শো, পদযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তারা। করা যাবে না বাইক- সাইকেল rally। সামাজিক দূরত্ব মেনে সর্বোচ্চ ৫০০জনকে নিয়ে সভার অনুমতি দেওয়া হবে। 

শুক্রবার নির্বাচন কমিশনের এই হলফনামা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, 
শহর থেকে গ্রাম, সর্বত্র যাতে মানুষ মাস্ক ব্যবহার করেন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে কমিশনকে। দেখতে হবে, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা। প্রয়োজনে কমিশন বিশেষ আধিকারিক নিয়োগ করতে পারে বলে জানিয়েছে হাইকোর্ট।  


এই মামলার শুনানিতেই বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণন এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনের উদ্দেশে অত্যন্ত কড়া পর্যবেক্ষণে বলেছিল, '' নির্বাচন কমিশনের চূড়ান্ত ক্ষমতা রয়েছে। কিন্তু, তার কোনও ব্যবহার নেই। একটা সার্কুলার দিয়ে, জনগণের ওপর সব ছেড়ে দিয়েছে কমিশন। আপনাদের (কমিশনের) সব রয়েছে, পুলিশ রয়েছে, অফিসার রয়েছে, তা-ও কোনও কাজ করছেন না। ক্যুইক রেসপন্স টিম ব্যবহার করছেন না কেন? আপনাদের কাজে আমরা অসন্তুষ্ট। কমিশনের কাছ থেকে সার্কুলার চাই না, পদক্ষেপ চাই।''


এরপর রাতে সভা-সমিতি-রোড শো বন্ধ করতে পদক্ষেপ করে নির্বাচন কমিশন! তবে, এই পদক্ষেপ নিতে নিতে, ৬ দফার ভোট শেষ হয়ে গেছে!
মামলার পরবর্তী শুনানি সোমবার। 


রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত এবার ১৩ হাজারের পথে। রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২,৮৭৬ জন। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা মৃত্যু ৫৯।