দেশের 5G মোবাইল বাজার ধরতে এবার আরও একধাপ এগোল Oppo। আগামী ২৭ এপ্রিল বাজেট 5G ফোন নামাচ্ছে এই চিনা সংস্থা।বাজারে আসছে Oppo A53s 5G।



গত বছরই Oppo A53s লঞ্চ করেছিল কোম্পানি। যদিও প্রতিযোগিতার বাজার ধরতে এবার নতুনভাবে এই ফোন আনছে ওপ্পো। নতুন 5G মডেলে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর। সম্প্রতি রিয়েলমি৮ ফাইভজি এসেছে বাজারে। মিডিয়াটেকের সেই একই চিপসেট ব্যবহার হয়েছে রিয়েলমির ফাইভজি মডেলে। ওপ্পোর তরফে বলা হয়েছে, অন্যান্য কোম্পানির থেকে স্পেসিফিকেশন অনুযায়ী সস্তা হবে তাদের ফোন।

টেক ব্লগাররা বলছেন, ভারতে 5G প্রযুক্তি আসার আগেই মার্কেট ধরতে চাইছে মোবাইল কোম্পানিগুলি। সেখানে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭০০ প্রসেসর সবার কাছে একটা উপরি পাওনা। কারণ এর থেকে সস্তায় 5G সাপোর্ট দেওয়ার মতো
প্রসেসর বাজারে নেই বললেই চলে।

ইতিমধ্যেই ফোনের বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে কোম্পানি। যেখানে বলা হয়েছে, ১৫০০০ টাকার মধ্যেই রাখা হবে Oppo A53s 5G-এর দাম। সম্প্রতি রিয়েলমি৮ ৫জি বাজারে এনেছে চিনা সংস্থা । ওই মডেলের দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা। বর্তমানে ভারতীয় বাজারে সবথেকে সস্তা 5G ফোনের তকমা রয়েছে রিয়েলমির হাতে। সেই জায়াগাটাই ধরতে চাইছে ওপ্পো। আগামী ২৭ এপ্রিল বেলা ১২টার পর ফ্লিপকার্টে পাওয়া যাবে Oppo A53s 5G।

কোম্পানির তরফে বলা হয়েছে বেশি মেমরি থাকবে এই নতুন ফোনে। মনে করা হচ্ছে, Oppo A53s 5G-র বেস ভেরিয়েন্টেই ১২৮জিবি স্টোরেজ পাওয়া যেতে পারে। যা ১ টিবি পর্যন্ত বাড়ানোর অপশন থাকবে। বর্তমানে দেশের মোবাইল বাজারে বেশকয়েকটি ফোনে আকর্ষণীয় অফার দিচ্ছে ওপ্পো। যার মধ্যে Oppo F19 সিরিজের তিনটি মডেল রয়েছে। Oppo F19, Oppo F19 Pro ছাড়াও Oppo F19 Pro+ মডেলে অফার দিচ্ছে কোম্পানি। ইতিমধ্যেই  চিনা কোম্পানির Oppo F19 মডেলের দাম রাখা হয়েছে ২১,৪৯০ টাকা। বাজাজ ফিনসার্ভ ইএমআই স্টোরে কিস্তির জন্য আলাদা টাকা নিচ্ছে না কোম্পানি। Oppo F19 মডেলের জন্য প্রতি মাসে ১২৬৬ টাকা দিতে হবে ক্রেতাকে।

বাজারে এই মুহূর্তে ওপ্পো ফোনের বেশ চাহিদা রয়েছে। ক্যামেরা সেন্ট্রিক ফোন বলতেই ওপ্পো, ভিভোর নাম করেন ক্রেতারা। Oppo F19 সিরিজ কোম্পানির মিডরেঞ্জের ফ্ল্যাগশিপ ধরা যেতে পারে। অত্যাধুনিক প্রযুক্তির এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ ও কালার অপারেটিং সিস্টেমের সুবিধা। Oppo F19 সিরিজের সব মডেলেই রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ইউএসবি টাইপ সি পোর্ট ছাড়াও ৩.৫ এমএম অডিও জ্যাক। ফ্লুইড ব্ল্যাক , স্পেস সিলভার ও ক্রিস্টাল সিলভার রঙে পাওয়া যায় ওপ্পোর এই ফোনগুলি।