কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: শেষলগ্নে প্রার্থী বদল। পূর্ব বর্ধমানের গলসিতে অস্বস্তিতে বিজেপি। সোমবার সকাল থেকে প্রবল উৎসাহী ছিলেন গলসির বিজেপি প্রার্থী তপন বাগদি। কর্মী-সমর্থকদের নিয়ে বর্ধমানে জেলাশাসকের অফিসে চলে আসেন তিনি। কিন্তু বেলা গড়াতেই পট পরিবর্তন। উৎসাহ বদলে গেল হতাশায়। কারণ, শেষ মুহূর্তে প্রার্থী বদল।


দিল্লি থেকে বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয়, গলসি কেন্দ্রে তপন বাগদির বদলে প্রার্থী হচ্ছেন বিকাশ বিশ্বাস। বিজেপি শীর্ষ নেতৃত্বের আচমকা এই মতবদল নিয়ে তৈরি হয়েছে চূড়ান্ত নাটকীয়তা। গলসির বিজেপি নেতা তপন বাগদি জানান, ‘‘কী করব পরে আলোচনা করে ঠিক করব ৷’’


মনোনয়ন দিতে মহকুমা শাসকের অফিসে ঢুকেও পড়েছিলেন বিজেপি প্রার্থী। বাইরে তখনই গুঞ্জন শুরু হয়, প্রার্থী নাকি বদলাতে চলেছে। শেষমুহূর্তে তাই হয়। মনোনয়ন জমা দিতে আসা বিজেপি প্রার্থী হন্তদন্ত হয়ে মহকুমাশাসকের অফিসের বাইরে বেরিয়ে আসেন। তখন বদলে গিয়েছে মুখের ভাষা। তপন বাগদি আরও জানান, ‘‘মনোনয়ন দিলাম না, কেন দিলেন না? কর্মীরা আমাকে ফোন করে ডাকে, বলে কিছু কথা আছে, তাই বেরিয়ে এসেছি, প্রার্থী বদল হয়েছে জানা নেই ৷’’


তাঁকে যে বদল করা হতে পারে, তার ইঙ্গিত আগেই পেয়েছিলেন তপন। আগাম হুমকিও দিয়ে রেখেছিলেন। এর আগে শনিবার তিনি বলেছিলেন, ‘‘শুক্রবার জেলা পার্টি অফিসে ডেকে পাঠিয়ে প্রার্থীপদ থেকে সরে যাওয়ার জন্য বলা হয়, মামলা আছে এই অজুহাত দেখিয়ে, প্রার্থীপদ থেকে সরে যেতে হলে  পার্টি অফিসে গিয়ে আত্মহত্যা করব ৷’’


কিন্তু, শেষরক্ষা হল না। শেষলগ্নে প্রার্থী বদলে দিল বিজেপি। তপনের বদলে বিকাশ। বিজেপি নেতা ও সাংসদ সুনীল মণ্ডল বলেন, ‘‘প্রার্থীর নামে মামলা আছে, এর সত্য-মিথ্যা পরে বিচার হবে, যেহেতু মামলা আছে সেহেতু দল ভেবেছে, দল যেটা ভাল বুঝেছে তা করেছে ৷’’


গলসিতে বিজেপির নতুন প্রার্থী বিকাশ বিশ্বাস কাঁকসার অযোধ্যা হাই স্কুলের কলা বিভাগের শিক্ষক।দুপুরে আচমকাই দলীয় নেতৃত্বের কাছ থেকে ফোন পেয়ে অভিভূত তিনি। নতুন বিজেপি প্রার্থী বলেছেন তপন বাগদি দীর্ঘদিনের কর্মী। তিনি তাঁকে নিয়েই প্রচারে নামবেন। মনোনয়ন জমা দিতে যাওয়া বিজেপি প্রার্থীকে এভাবে আটকানোকে হাস্যকর বলে কটাক্ষ করেছে তৃণমূল। ষষ্ঠ দফায় ২২ এপ্রিল গলসিতে ভোট।