রাজীব চৌধুরি, মুর্শিদাবাদ: সংযুক্ত মোর্চার সমর্থনে প্রচার করায় সিপিএম কর্মীর পরিবারকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা মুর্শিদাবাদের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা।
প্রথম ও দ্বিতীয় দফার ভোটে বিক্ষিপ্ত হিংসার সাক্ষী রাজ্যবাসী। তৃতীয় দফার ভোটের আগেও বিরাম নেই অশান্তির। দলের হয়ে প্রচার করায় মুর্শিদাবাদের ডোমকলের সিপিএম কর্মী রেফাজুদ্দিন মণ্ডলের বাড়িতে হামলার অভিযোগ উঠল। বাড়িতে থাকা আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সিপিএম কর্মীর অভিযোগ, এলাকার তৃণমূল কাউন্সিলরের মদতে হয় হামলা। তাঁর দাবি, বাড়ি ভাঙচুর, ছিনতাইয়ের পাশাপাশি পরিবারের সদস্যদের মারধরও করা হয়।
আহত সিপিএম কর্মীর বাবা রেফাজুদ্দিন মণ্ডল বলেন, ‘‘আমি সিপিএম করি বলে অত্যাচার করেছে ওরা। বলে তোকে মেরে দেব। তৃণমূলের গুন্ডাবাহিনী এসব করেছে। আমাদের কাউন্সলির এসে হুমকি দিয়ে গালিগালাজ করেছে। গুন্ডাবাহিনী পাঠিয়েছে ৷’’ আহতদের দেখতে এদিন হাসপাতালে যান ডোমকলের সিপিএম প্রার্থী মোস্তাফিজুর রহমান। ভোটের মুখে কর্মীরা মার খাওয়ায় কমিশনের হস্তক্ষেপের দাবি জানান তিনি। ডোমকলের সিপিএম প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘ভোটের আগে এধরনের কাজ করছে তৃণমূল, কমিশনের নজর দেওয়ার উচিত, আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে ৷’’
যদিও তৃণমূলের দাবি, জমিজমা নিয়ে গন্ডগোলের জেরেই এই ঘটনা। ডোমকলের তৃণমূল নেতা আশরাফুল বিশ্বাস বলেন, ‘‘এটা জমি সংক্রান্ত বিবাদ, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই, আমাদের কর্মীও আহত হয়েছে ৷’’এলাকার ১০ তৃণমূল কর্মীর বিরুদ্ধে ডোমকল থানায় অভিযোগ দায়ের করেছে সিপিএম কর্মীর পরিবার। পাল্টা থানায় অভিযোগ করেছে তৃণমূলও। জোড়া এফআইআর হলেও কেউ ধরা পড়েনি
এদিকে সংযুক্ত মোর্চার প্রার্থী দেওয়া নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। কাটোয়ায় জোটে নতুন করে জট। কংগ্রেসের প্রার্থী থাকা সত্ত্বেও প্রার্থী দিয়েছে সিপিএম। দেওয়াল লিখন, প্রচারও পুরোদমে শুরু করে দিয়েছেন বাম প্রার্থী। যদিও কংগ্রেস প্রার্থীর দাবি, প্রার্থী পদ প্রত্যাহার করে নেবে বামেরা। দুই প্রার্থীর মনোনয়ন ঘিরে জোটকে কটাক্ষ করেছে তৃণমূল।