কলকাতা: করোনা আবহে পশ্চিমবঙ্গে শেষ তিন দফার ভোট এক দফায় করা নিয়ে যে জল্পনা চলছিল, তা খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। তিন দফার ভোট একসঙ্গে করার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছে কমিশন।
এর আগে জল্পনা ছড়ায় যে, করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শেষ তিন দফার ভোট এক দফায় করতে পারে নির্বাচন কমিশন।
এদিন সমস্ত পর্যবেক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন নতুন নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। বৈঠকে সিইও ছিলেন বলেও জানা গেছে। এই বৈঠকে তিন দফার ভোট একসঙ্গে করা নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দেয়। অবশেষে কমিশনের পক্ষ থেকে জানানো হল, এ ধরনের কোনও পরিকল্পনা নেই।
কমিশন সূত্রে জানানো হয়েছে যে, তিন দফার ভোট একসঙ্গে করতে গেলে দেড় হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন। কিন্তু এত তাড়াতাড়ি এর বন্দোবস্ত করা সম্ভব নয়। তাই তিন দফার ভোট একসঙ্গে করার কোনও পরিকল্পনা কমিশনের নেই বলে জানানো হয়েছে।
বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেও একই কথা জানিয়েছেন।
উল্লেখ্য, আগামীকাল করোনা আবহে ভোট পরিচালনা নিয়ে সর্বদলীয় বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (সিইও) ।
ভোটমুখী বঙ্গে করোনার বাড়বাড়ন্ত কপালে ভাঁজ ফেলছে সব মহলের। এর মাঝেই পরিস্থিতি পর্যালোচনার জন্য শুক্রবার সর্বদলীয় বৈঠক ডাকল নির্বেচন কমিশন। শুক্রবার দুপুর ২ টো থেকে যে বৈঠকে সমস্ত রাজনৈতিক দলকে ডেকে পাঠানো হয়েছে কমিশনের তরফে। এই বৈঠকে থাকবেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা ও স্বাস্থ্যসচিবও।
আগামী শনিবার রাজ্যে পঞ্চম দফার ভোটগ্রহণ। এরপরও বাকি থাকছে তিন দফার ভোট।
উল্লেখ্য, দ্বিতীয় ঢেউ সারা দেশে সহ এ রাজ্যেও চোখ রাঙাচ্ছে। এদিনই করোনা কেড়ে নিয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের।
এরইমধ্যে মুর্শিদাবাদের জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী ও গোয়ালপোখরের তৃণমূল প্রার্থী গোলাম রব্বানি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
কংগ্রেস অভিযোগ করেছে,করোনা পরিস্থিতি নিয়ে উদাসীন কমিশন। তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন ট্যুইট করে বলেছেন, তাঁরা শুরুতেই আট দফায় নির্বাচনের ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন।