WB Election 2021: বাকি সব দফায় ৭২ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হবে : কমিশন

বাকি সব দফায় ৭২ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হবে : কমিশন

Continues below advertisement

কলকাতা : করোনা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কমিশন। বাকি সব দফায় ৭২ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হবে, জানিয়ে দিল নির্বাচন কমিশন । শীতলকুচির ঘটনা মাথায় রেখে আগেই পঞ্চম দফা নির্বাচনের ৭২ ঘণ্টা আগে প্রচার শেষ করার নির্দেশ দেয় তারা। এবার বাকি ৩ দফার ক্ষেত্রেও ৭২ ঘণ্টা আগেই শেষ করতে হবে প্রচার।  

আগামীকাল অর্থাত্ শনিবার ১৭ এপ্রিল পঞ্চম দফার ভোট। তার ৭২ ঘণ্টা আগেই প্রচার বন্ধ হয়েছে। এরপরের দফা ২২ এপ্রিল। তার প্রচার শেষ করতে হবে ১৯ এপ্রিল সন্ধে সাড়ে ৬টার মধ্যেই। তার পরের দফা ২৬ এপ্রিল। সেই দফার প্রচার কর্মসূচি শেষ করতে হবে ২৩ এপ্রিল সন্ধে সাড়ে ৬ টার মধ্যে। শেষ দফার ক্ষেত্রেও নিয়ম তাই। 

এছাড়াও প্রচারের সময় নিয়েও কড়া পদক্ষেপ নিয়েছে কমিশন। নির্দেশ দেওয়া হয়েছে, সন্ধে ৭ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত কোনও প্রচার কর্মসূচি করা যাবে না। এই নিয়ম চালু হচ্ছে আজ থেকেই। সেই নিয়ম অনুসারেই আজ সন্ধে ৭টার পর অমিত শাহ ও জেপি নাড্ডার সভা বাতিল করা হল। বেলেঘাটা অঞ্চলে বাঁধা হয়ে গিয়েছিল মঞ্চ। সেখান থেকেই ঘোষণা করা হয় কর্মসূচি বাতিল করার কথা। 

কমিশনের এই সিদ্ধান্ত সম্পর্কে কথা বলতে গিয়ে, তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায় বলেন, কমিশন একসঙ্গে শেষ তিন দফা ভোট করালে পারত। তাঁর অভিযোগ নির্বাচন কমিশন ভাল ভোট করাতে পারেনি, বিজেপির কথাই শুনে চলে কমিশন। 

Continues below advertisement

এছাড়াও করোনা পরিস্থিতিতে কতগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। যেমন -: 

- কেন্দ্রীয় বাহিনীর প্রত্যেকের আরটিপিসিআর টেস্ট করাতে হবে

- গতবছর করোনা পরিস্থিতি যখন খুবই ভয়াবহ হয়ে ওঠে, তখন সরকারি হাসপাতালের  পরিকাঠামো বাড়ানো হয়। এবার তার থেকেও ২০ শতাংশ পরিকাঠামো বাড়ানো হবে বলে রাজ্যের সিদ্ধান্ত। বেসরকারি হাসপাতালের পরিকাঠামো ২৫ শতাংশ বাড়ানো হবে। 

- পুলিশ হাসপাতালগুলির একাংশ সেফ হোম হিসেবে ব্যবহার করা হবে। 

- হোম আইসোলেশনে চিকিতসার ব্যবস্থা হবে অডিও ভিস্যুয়ালের মাধ্যমে। 


- সেন্ট্রাল মেডিক্যাল স্টোর ২৪ ঘণ্টা খোলা থাকবে। 

Continues below advertisement
Sponsored Links by Taboola