মুম্বই: আইপিএল চলাকালীনই ক্রিকেটারদের সঙ্গে বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। সৌরভ গঙ্গোপাধ্যায়-জয় শাহদের ক্রিকেট বোর্ডের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ক্রিকেটারদের মোট চারটি গ্রেডে ভাগ করা হয়েছে। গ্রেড এ প্লাস, গ্রেড এ, গ্রেড বি ও গ্রেড সি। গ্রেড এ প্লাস তালিকায় থাকা ক্রিকেটারেরা বছরে ৭ কোটি টাকা পাবেন। এ গ্রেডে থাকা ক্রিকেটারেরা বছরে ৫ কোটি টাকা পাবেন। বি গ্রেডে যাঁরা আছেন, তাঁরা পাবেন বছরে ৩ কোটি টাকা। সি গ্রেডে যাঁরা আছেন, তাঁরা বছরে এক কোটি টাকা করে পাবেন।


মোট ২৮ জন ক্রিকেটারের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করেছে বোর্ড। গ্রেড এ প্লাসে রয়েছেন তিনজন ক্রিকেটার। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা এবং দলের জোরে বোলার যশপ্রীত বুমরা। তিন ক্রিকেটার আগেও এই গ্রেডে ছিলেন। এ গ্রেডে রয়েছেন আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, শিখর ধবন, কে এল রাহুল, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, ঋষভ পন্থ ও হার্দিক পাণ্ড্য। এঁরা বছরে ৫ কোটি টাকা করে পাবেন। এঁদের মধ্যে হার্দিক গতবার বি গ্রেডে ছিলেন। তাঁকে এক ধাপ ওপরে তোলা হয়েছে। বি গ্রেডে রাখা হয়েছে ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর, ময়ঙ্ক অগ্রবালকে। এঁদের মধ্য়ে ভুবনেশ্বর কুমার গতবার ছিলেন এ গ্রেডে। তাঁকে এক ধাপা নামানো হয়েছে। আর সি গ্রেড থেকে তুলে আনা হয়েছে শার্দুল ঠাকুরকে।


সি গ্রেডে রাখা হয়েছে কুলদীপ যাদব, নভদীপ সাইনি, দীপক চাহার, শুভমন গিল, হনুমা বিহারি, অক্ষর পটেল, শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল ও মহম্মদ সিরাজকে। কুলদীপকে এ গ্রেড থেকে দু ধাপ ও চাহালকে বি গ্রেড থেকে এক ধাপ নামানো হয়েছে। চুক্তির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন শুভমন গিল, অক্ষর পটেল ও মহম্মদ সিরাজ।


এ প্লাস (বছরে ৭ কোটি টাকা): বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরা।


এ গ্রেড (বছরে ৫ কোটি টাকা): আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, শিখর ধবন, কে এল রাহুল, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, ঋষভ পন্থ ও হার্দিক পাণ্ড্য।


বি গ্রেড (বছরে ৩ কোটি টাকা): ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর ও ময়ঙ্ক অগ্রবাল।


সি গ্রেড (বছরে ১ কোটি টাকা): কুলদীপ যাদব, নভদীপ সাইনি, দীপক চাহার, শুভমন গিল, হনুমা বিহারি, অক্ষর পটেল, শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল ও মহম্মদ সিরাজ।