কলকাতা: পঞ্চম দফার নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। ভোটগ্রহণ শেষে জানিয়ে দিল নির্বাচন কমিশন। এদিন নির্বাচন কমিশন বলেছে, পশ্চিমবঙ্গে ৪৫টি কেন্দ্রে ১৫ হাজার ৭৮৯ পোলিং স্টেশনে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। পাশাপাশি কমিশন জানিয়েছে,১০টি রাজ্যে দুটো লোকসভা কেন্দ্র এবং ১২টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনও শান্তিপূর্ণ হবে।
আজ, শনিবার ছিল পঞ্চম দফার নির্বাচন। উত্তর ২৪ পরগনা (১৬), পূর্ব বর্ধমান (৮), নদিয়া (৮), জলপাইগুড়ি (৭), দার্জিলিং (৫) ও কালিম্পং (১) মোট ৬ জেলার ৪৫টি আসনে ভোট গ্রহণ হয়। ৬ জেলাতেই সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির ছবি। কোথাও বোমাবাজির অভিযোগ। কোথাও তৃণমূল-বিজেপি সংঘর্ষ। কোথাও আবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ।
এদিকে সল্টলেক সুকান্তনগরে আক্রান্ত বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ। গতকাল রাত সাড়ে আটটা নাগাদ এই ঘটনা ঘটে বলে অভিযোগ। ধারাল অস্ত্র দিয়ে গলায় কোপ মারার অভিযোগ। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের। তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।
বর্ধমান উত্তরে সরাইটিকরে বিজেপি এজেন্টকে মারধর। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আরও তিন বিজেপি কর্মীও আক্রান্ত বলে অভিযোগ। জখম বিজেপি এজেন্টকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
দিনভর মিনাখাঁর তেলেনিপাড়ায় দফায় দফায় বোমাবাজি। আর তার জেরে সারাদিন ভয়ে ভোট দিতে গেলেন না ভোটরারা। ভোট মুখের শেষে ভোট কেন্দ্রে উপস্থিত হলেন ভোটাররা। শেষমেশ ভোটগ্রহণের শেষ পর্বে পুলিশি নিরাপত্তায় বুথে গেলেন ভোটাররা।
শান্তিপুরের হরিপুরে অশান্তির খবর। বিজেপিকে এজেন্টকে বাধা দানের অভিযোগ। ভোটারদেরও বাধা দেওয়ার অভিযোগ। এলাকায় পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী।
পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে ২৪০-২৪১ নম্বর বুথে তৃণমূলের এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ। তৃণমূলের এজেন্টরা দলের পার্টি অফিসে গিয়ে আশ্রয় নিয়েছেন। বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।
কামারহাটির ১০৭ নম্বর বুথে অসুস্থ হয়ে মৃত্যু হল বিজেপি এজেন্টের। মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের।
তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র চেহারা নেয় বিধাননগরের শান্তিনগর। দুই পক্ষের মধ্যে ইটবৃষ্টি হয় বলে জানা গেছে। আহত দুপক্ষের বেশ কয়েকজন। বুথের কাছে অবৈধ জমায়েতের অভিযোগ। তৃণমূল হুমকি দিচ্ছে বলে অভিযোগ বিজেপির। দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ইট ছোঁড়াছুড়ি শুরু হয়। দুই পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন বলে খবর। সংঘর্ষ চলাকালে মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তৃণমূলের