মুম্বই: শ্রেয়স আইয়ারের চোট, অক্ষর পটেলের করোনা, এনরিকে নোখিয়ার করোনা, একের পর এক দুঃসংবাদে জেরবার হয়েছিল দিল্লি ক্যাপিটালস শিবির। অবশেষে কিছুটা স্বস্তির খবর ঋষভ পন্থ-রিকি পন্টিংদের জন্য। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে নোখিয়ার। তিনি সুস্থ। নিভৃতবাস পর্ব শেষ। আগামীকাল, রবিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলার জন্য তিনি ফিট, জানিয়ে দিয়েছে দিল্লির টিম ম্যানেজমেন্ট।


টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছিল দিল্লি শিবির। কাঁধের হাড় সরে যাওয়ায় গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছিলেন নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ার। পরে শ্রেয়সের কাঁধে অস্ত্রোপচার করতে হয়। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্থ। এরপর স্পিনার অলরাউন্ডার অক্ষর পটেল করোনা আক্রান্ত হন। তারপর নোখিয়ার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসায় নতুন সঙ্কটে পড়েছিল দিল্লি ক্যাপিটালস।


গতবারই প্রথম আইপিএল খেলেন দক্ষিণ আফ্রিকার পেসার। ইংরেজ অলরাউন্ডার ক্রিস ওকস ছিটকে যাওয়ায় দিল্লি ক্যাপিটালস তাঁকে নিয়েছিল পরিবর্ত হিসেবে। গতবার দুরন্ত ফর্মে ছিলেন। চর্চা হয়েছিল আইপিএলের ইতিহাসে তাঁর দ্রুততম বল (১৫৬.২২ কিমি প্রতি ঘণ্টায়) করা নিয়ে। এবার অবশ্য অন্য কারণে শিরোনামে উঠে এলেন তিনি। দিল্লি শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, সদ্য পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলে ফিরেছিলেন তিনি। দিল্লি শিবিরে যোগ দেওয়ার সময় প্রথম করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল তাঁর। কিন্তু কোয়ারেন্টিন পর্বে দ্বিতীয় রিপোর্ট পজিটিভ আসে। দিল্লি ক্যাপিটালস শিবিরের এক উচ্চপদস্থ আধিকারিক এবিপি লাইভকে জানিয়েছিলেন, ফের একবার করোনা পরীক্ষা করা হয়েছে নোখিয়ার। তাঁর শরীরে কোনও উপসর্গ নেই এখনও। তৃতীয়বার পরীক্ষার সেই রিপোর্ট নেগেটিভ এসেছে। গত আইপিএলে দিল্লির সাফল্যের নেপথ্যে অন্যতম বড় কারণ ছিলেন নোখিয়া।


এর আগে দিল্লি ক্যাপিটালসের তারকা অলরাউন্ডার অক্ষর পটেল করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁর ক্ষেত্রেও অনেকটা একইরকম অভিজ্ঞতা হয়েছিল দিল্লির। বিবৃতি দিয়ে সেবার দিল্লি জানিয়েছিল, মুম্বইয়ের হোটেলে ২৮ মার্চ প্রবেশ করেন অক্ষর। তখন তিনি নেগেটিভ রিপোর্ট এনেছিলেন। কিন্তু হোটেলে দ্বিতীয় বার কোভিড পরীক্ষা হওয়ার পর তাঁর রিপোর্ট পজিটিভ এসেছিল। উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্সের নীতীশ রানার পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলের আগে করোনা হয়েছিল অক্ষরের। তারপর আরসিবির দেবদত্ত পড়িক্কলের আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে।


বাই বেন! অস্ত্রোপচারের জন্য দেশে ফিরলেন স্টোকস, বিষণ্ণ রাজস্থান শিবির