কলকাতা: ভোট গণনায় পর্যবেক্ষক নিয়োগে জেরবার কমিশন। কমিশনের সিইও-র দফতরেও করোনার থাবা। সিইও-র দফতরে করোনা আক্রান্ত হয়ে এক কর্মীর মৃত্যু। মুর্শিদাবাদের ২ জন পর্যবেক্ষক করোনা আক্রান্ত। ২ মে কতজন পর্যবেক্ষককে পাওয়া যাবে, ধন্ধে কমিশন। 


গত সপ্তাহে করোনাভাইরাস আক্রান্ত খোদ মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। সংক্রমিত হন নির্বাচন কমিশনার রাজীব কুমার। তাঁরা বাড়িতে থেকেই কাজ করছেন। নির্বাচন কমিশন সূত্রে এ খবর জানানো হয়েছে। তার আগেই জানা যায়, রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতরেও ৩০ জনের মতো কর্মীও করোনা আক্রান্ত হয়েছেন। 


এদিকে করোনাভাইরাসের সংক্রমণের বাড়বাড়ন্তের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আগামী ২ মে ভোট গণনার দিন বা পরের দিন যে কোনও ধরনের বিজয় মিছিল নিষিদ্ধ করল। করোনাজনিত পরিস্থিতিতে জন সমাগত এড়ানোর লক্ষ্যে কমিশন এই নিষেধাজ্ঞা জারি করেছে। কমিশনের নির্দেশে বলা হয়েছে, ভোট গণনার পর রিটার্নিং অফিসারের কাছে শংসাপত্র নিতে জয়ী প্রার্থী বা তাঁর প্রতিনিধির সঙ্গে দুজনের বেশি থাকতে পারবেন না।


কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে,  জাতীয় ও রাজ্যস্তরের দলগুলির মতামত ও প্রস্তাব পাওয়ার পর নির্বাচন ও উপনির্বাচন পরিচালনার জন্য বৃহত্তর নির্দেশিকা ২০২০-র ২১ অগাস্ট জারি করা হয়েছিল। কমিশন আগামী ২ মে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু , কেরল, অসম ও পন্ডিচেরির বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন ধার্য করেছে।সেইসঙ্গে ওই দিন বিভিন্ন রাজ্যের উপনির্বাচনগুলিও ভোট গণনা হবে। দেশে করোনার সংক্রমণের প্রকোপের পরিপ্রক্ষিতে ভোট গণনার সময়  আরও কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।একইসঙ্গে থাকছে, ২০২০-র ২১ অগাস্ট জারি বৃহত্তর নির্দেশিকাগুলিও বহাল থাকছে।


অন্যদিকে,গতকালই কোভিড পরিস্থিতিতে নির্বাচন নিয়ে কমিশনকে তুলোধুনো করেছিল মাদ্রাজ হাইকোর্ট।  হাইকোর্টের নির্দেশের পর নড়েচড়ে বসেছে কমিশন। কোভিড বিধি নিয়ে কড়া অবস্থান নিল কমিশন। গতকাল আদালত বলেছে,  ‘করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী একমাত্র নির্বাচন কমিশনই। কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া উচিত’। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের হঁশিয়ারি দেন, ‘সঠিক পদক্ষেপ না নিলে ২ মে ভোট গণনা বন্ধ করে দেব।’