কলকাতা: লাফিয়ে বাড়ছে করোনা। কী প্রস্তুতি শেষ দু দফার ভোটে? আগামীকাল সপ্তম ও অষ্টম দফা নিয়ে জরুরি বৈঠকে বসবে কমিশন। আগামীকাল সিইও-র সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকে বসবে কমিশনের ফুল বেঞ্চ। 


এদিকে করোনা আবহে ভোট প্রচার নিয়ে কমিশনের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট। কমিশনের হাতে চূড়ান্ত ক্ষমতা তাও তার কোনও ব্যবহার নেই। এই সময় টি এন শেষনের কাজের দশ ভাগের একভাগ করে দেখাক কমিশন। করোনার সময় প্রচার বন্ধের মামলায় চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করে মন্তব্য প্রধান বিচারপতির। সার্কুলার দিয়ে জনগণের উপর সব ছেড়ে দিয়েছে কমিশন। পুলিশ, ক্যুইক রেসপন্স টিম সব আছে। তাও কেন সেসবের ব্যবহার করছে না কমিশন। সার্কুলার নয় আমরা কমিশনের কাছে পদক্ষেপ চাইছি। অর্ডার দিতে পারছি না কারণ রাজনৈতিক দলের প্রতিনিধি আদালতে উপস্থিত নেই। প্রয়োজনে আমরা টি এন শেষনের কাজ করব। নির্বাচন কমিশনকে তুলোধনা করে মন্তব্য প্রধান বিচারপতির। 


পাশাপাশি বিধি ভাঙলেই ব্যবস্থার কথা জানিয়েছে কমিশন। প্রচারে করোনা বিধি ভাঙলে মহামারী, বিপর্যয় মোকাবিলা আইনে পদক্ষেপ, ৫ দফা ভোট শেষের পর জানাল কমিশন। উল্লেখ্য, সব রোড শো-র‍্যালিতে নিষেধাজ্ঞা কমিশনের। আজ সন্ধে ৭টা থেকে সমস্ত রোড শো, পদযাত্রায় নিষেধাজ্ঞা। বাইক, সাইকেল র‍্যালিতেও আজ থেকে কমিশনের নিষেধাজ্ঞা। সামাজিক দূরত্ব মেনে সভা করা যাবে সর্বোচ্চ ৫০০ জনকে নিয়ে। আগে দেওয়া সমস্ত র‍্যালির অনুমতিও বাতিল, জানাল কমিশন।


এদিকে, ভোটের মধ্যেই রাজ্যে আরও বেলাগাম করোনা। রাজ্যে একদিনে করোনা সংক্রমিত প্রায় ১২ হাজার ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৪৮ জন। গত ২৪ ঘণ্টায় সারা রাজ্যে মৃত্যু হয়েছে ৫৬ জনের। শুধুমাত্র উত্তর ২৪ পরগনা এবং কলকাতাতেই ৫ হাজারের বেশি সংক্রমিত। রাজ্যে সংক্রমণের তুলনায় কমল সুস্থতার হারও। সুস্থতার হার আরও কমে ৮৯ শতাংশ। শুধু কলকাতাতেই একদিনে সংক্রমিত ২৬৪৬। গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু। অন্যদিকে উঃ ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ২৩৭২ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। হাওড়া, হুগলি, নদিয়া, দঃ ২৪ পরগনাতেও লাগামছাড়া সংক্রমণ।