কলকাতা:  ষষ্ঠ দফায় চার জেলার ৪৩টি আসনে ভোট। এর মধ্যে রয়েছে পূর্ব বর্ধমানের ৮টি আসন। উত্তর ২৪ পরগনার ১৭টি আসন। উত্তর দিনাজপুরের ৯টি আসন। এবং নদিয়ার ৯টি আসন। 


ষষ্ঠ দফার ভোটে একাধিক হেভিওয়েটের ভাগ্যপরীক্ষা---


উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে  লড়ছেন বিশ্বজিৎ দাস। যিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। 


গাইঘাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে মতুয়া ঠাকুরবাড়ির সদস্য সুব্রত ঠাকুরকে। যিনি বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের ভাই।


উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া আসন থেকে সংযুক্ত মোর্চার প্রার্থী হিসেবে লড়ছেন কংগ্রেসের আব্দুস সাত্তার। 


দমদম উত্তরে এবার হেভিওয়েটদের টক্কর। সংযুক্ত মোর্চা এই কেন্দ্রে প্রার্থী করেছে বিদায়ী সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে। 


দমদম উত্তরে তন্ময় ভট্টাচার্যর প্রতিপক্ষ তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য। ২০১৬ সালের বিধানসভা ভোটে চন্দ্রিমাকে হারিয়েই দমদম উত্তর থেকে বিধায়ক হয়েছিলেন সিপিএমের তন্ময় ভট্টাচার্য। 


আরও পড়ুন:


WB Election 2021: বৃহস্পতিবার ষষ্ঠ দফায় চার জেলার ৪৩ আসনে ভোট, এক নজরে


বীজপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। ২০১৬ সালের বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকেই  তৃণমূল বিধায়ক হিসেবে জিতেছিলেন। তারপর বাবার পথ ধরে  যোগ দেন বিজেপিতে।


ভাটপাড়া বিধানসভা কেন্দ্রেও বিজেপি প্রার্থী আরেক হেভিওয়েট নেতার ছেলে। বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ছেলে পবন সিং। ২০১৯-এর লোকসভা ভোটে জিতে, অর্জুন সিং বিজেপি সাংসদ হওয়ার পর, ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী করে অর্জুনের ছেলে পবন সিংকে। সেই ভোটে জিতে তিনি বিধায়ক হন।


নোয়াপাড়া কেন্দ্রে আবার বিজেপির প্রার্থী অর্জুন সিংয়ের ভগ্নীপতি সুনীল সিং। এই  কেন্দ্রে সংযুক্ত মোর্চার প্রার্থী হিসেবে লড়ছেন কংগ্রেসের শুভঙ্কর সরকার।


জগদ্দল কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে কংগ্রেস থেকে তৃণমূল হয়ে গেরুয়া শিবিরে আসা অরিন্দম ভট্টাচার্যকে। ২০১৬ সালের বিধানসভা ভোটে শান্তিপুর বিধানসভা থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জেতেন অরিন্দম। তারপর কংগ্রেস ছেড়ে তিনি যোগ দেন তৃণমূলে। সম্প্রতি তৃণমূল ছেড়ে আবার নাম লেখান বিজেপিতে। এবার তাঁকে জগদ্দলে প্রার্থী করেছে পদ্ম শিবির।


পূর্ব বর্ধমানের কাটোয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে বিদায়ী বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে।


পূর্বস্থলী থেকে তৃণমূল প্রার্থী হিসেবে লড়ছেন আরেক বিদায়ী বিধায়ক এবং মন্ত্রী স্বপন দেবনাথ।


পূর্ব বর্ধমানের আউশগ্রামে বিজেপি প্রার্থী করেছে কলিতা মাজিকে। 


কৃষ্ণনগর উত্তর আসনের দিকেও এবার সকলের নজর থাকবে। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রুপোলি পর্দার পরিচিত মুখ কৌশানি মুখোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে মুকুল রায়কে। যিনি কুড়ি বছর পর আবার বিধানসভা ভোটে লড়ছেন। 


কৃষ্ণনগর দক্ষিণ আসনে তৃণমূলের প্রার্থী বিদায়ী মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। 


নবদ্বীপে তৃণমূল প্রার্থী করেছে পুণ্ডরীকাক্ষ সাহাকে।


রায়গঞ্জে সংযুক্ত মোর্চার প্রার্থী হিসেবে লড়ছেন এই কেন্দ্রের বিদায়ী কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত। তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে কানাইয়ালাল আগরওয়ালকে। 


উত্তর দিনাজপুরের চাকুলিয়া আসনে সংযুক্ত মোর্চার প্রার্থী ফরওয়ার্ড ব্লকের আলি ইমরান রামজজ। ২০১৬ সালের বিধানসভা ভোটেও এই কেন্দ্র থেকে জিতেছিলেন তিনি। 


ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। 


খড়দায় সংযুক্ত মোর্চার প্রার্থী সিপিএমের তরুণ মুখ দেবজ্যোতি দাস। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে তৃণমূল ছেড়ে আসা শীলভদ্র দত্তকে। 


হাবড়া বিধানসভা কেন্দ্রেও এবার হেভিওয়েটদের টক্কর। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বিদায়ী বিধায়ক এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে রাহুল সিন্হাকে। 


নৈহাটি আসনটি থেকে তৃণমূল প্রার্থী হিসেবে লড়ছেন এখানকার বিদায়ী বিধায়ক পার্থ ভৌমিক।