কলকাতা: পূর্ব রেলের শিয়ালদা ও হাওড়া শাখা মিলে মোট ৬২৪ জন রেলকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। শুধুমাত্র শিয়ালদাতেই ১০০ জন ড্রাইভার ও গার্ড সংক্রমিত হয়েছেন। হাওড়া ডিভিশনেই ৬০ জন ড্রাইভার ও গার্ড করোনা সংক্রমিত হয়েছেন। শিয়ালদা ডিভিশনের মোট ২৮টি লোকাল ট্রেন বাতিল করে হয়েছে।


এদিকে ট্রেন বাতিল হওয়ায় ট্রেনে মাত্রাতিরিক্ত ভিড় হচ্ছে। অতিরিক্ত ভিড়ের কারণে বাড়ছে সংক্রমণের আশঙ্কা। যেভাবে রেলকর্মীদের মধ্যে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে আগামী দিনে পরিষেবা অব্যাহত রাখার বিষয়ে সংশয় প্রকাশ করছেন অনেকেই। যদিও দূরপাল্লার ট্রেন  পরিষেবা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে।


সারা দেশের সঙ্গে এ রাজ্যেও করোনাভাইরাসজনিত পরিস্থিতি উদ্বেগ ছড়িয়েছে। প্রত্যেকদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।  এরইমধ্যে গতকাল জানা যায়, রেলের শিয়ালদা-হাওড়া ডিভিশনে ৫০ চালক ও গার্ড করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। এর প্রভাব পড়ে ট্রেন পরিষেবায়।  শিয়ালদা ডিভিশনে গতকাল ২৫ ট্রেন  লোকাল ট্রেন বাতিল হয়েছে। দূরপাল্লার ট্রেন পরিষেবা স্বাভাবিক গতকাল স্বাভাবিকই ছিল।


গত বছর লকডাউনের পর দীর্ঘদিন ট্রেন পরিষেবা বন্ধ ছিল। ওই পর্বে পরে স্পেশ্যাল কিছু ট্রেন চলাচল করেছিল।তবে লোকাল ট্রেন পরিষেবা বন্ধই ছিল। বেশ কয়েকমাস পরে কোভিড বিধি মেনে ট্রেন চলাচল শুরু হয়েছে।  এদিকে সোমবার এ রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৪২৬ জন।  ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ জনের । করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলিয়ে এখনও পর্যন্ত এই রাজ্যে মারা গেছেন ১০,৬০৬ জন। কলকাতায় করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে মোট ১২ জনের । উত্তর ২৪ পরগনার করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ জনের ।


এরইমধ্যে সারা দেশজুড়েই করোনার দ্বিতীয় ঢেউ হানা দিয়েছে। দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে বেড়েই চলেছে সংক্রমণ। আজ, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২,৫৯,১৭০ জন ৷ মৃত্যু হয়েছে ১,৭৬১ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,৫৪,৭৬১ জন ৷ ভারতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১,৫৩,২১,০৮৯ জন ৷ মৃত্যুর সংখ্যা ১,৮০,৫৩০ ৷ পাশাপাশি ১২,৭১,২৯,১১৩ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া এখনও পর্যন্ত সম্ভব হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর ৷