কলকাতা: ভাঙড়ে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক ছেড়ে আচমকাই বেরিয়ে গেলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। বিধানসভা নির্বাচনে টিকিট পাননি আরাবুল ইসলাম। আর সেই রাগে দফায় দফায় বিক্ষোভ দেখান আরাবুলের অনুগামীরা।


এদিন বৈঠক থেকে বেরিয়ে আরাবুল বলেন, কিছু বলার নেই। যা করব ভাঙড়ের মানুষের জন্য করব। আমার দল বা ভাঙড়ে মানুষ যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। এখন গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি। পরে যা বলার বলব।


দল নির্বাচনের টিকিট না দেওয়ার পর কী হবে তৃণমূলের অন্দরে ভাঙড়ের দাপুটে নেতার ভবিষ্যৎ? কী চাইছেন দলীয় নেতারা? তাই নিয়ে এদিন বৈঠক ছিল ভাঙড়ে। আর এদিন বৈঠক শেষ হওয়ার আগে বেরিয়ে যান আরাবুল। আরাবুল ছাড়া বহিরাগত কোনও নেতাকে মানছি না বলে এদিন স্লোগান দেন তৃণমূল নেতার অনুগামীরা।


প্রার্থী তালিকায় নাম থাকায় এভাবেই তৃণমূলের একাধিক নেতা-নেত্রীর অসন্তোষ বাইরে বেরিয়ে এল। ভাঙড়ে তৃণমূলের দাপুটে নেতা তথা সম্পদ বলে পরিচিত আরাবুল ইসলামকে প্রার্থী করেনি দল। যা দেখে আরাবুলের চোখে জেল, মুখে হুঁশিয়ারি। প্রার্থীতালিকায় নাম না থাকায় আরাবুল ইসলামের প্রতিক্রিয়া, আজ থেকে দলে আমার প্রয়োজন ফুরলো। এদিকে ভাঙড়ে আগুন জ্বালিয়ে গতকাল থেকে দফায় দফায় বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকদের একাংশ। আজও একইভাব বিক্ষোভ দেখান তাঁরা


শুধু আরাবুলই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের তালিকায় নাম না থাকায় আবেগ-ক্ষোভ, কোনওটাই চেপে রাখতে পারেননি, একদা তাঁর ছায়াসঙ্গী সোনালী গুহ থেকে প্রাক্তন মন্ত্রী তথা সিঙ্গুরের বর্তমান বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের।