কলকাতা: দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার সংশোধিত নির্ঘণ্ট প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। সিবিএসই জানিয়েছে, ৪ মে থেকে শুরু হবে পরীক্ষা। শেষ হবে ১৪ জুন।


একাধিক বিষয়ে পরীক্ষার দিন পরিবর্তন করেছে বোর্ড। দ্বাদশ শ্রেণির পদার্থবিদ্যা, অপ্ল্যাইড ফিজিক্স পরীক্ষা ১৩ মে-র বদলে ৮ জুন নেওয়া হবে। দ্বাদশ শ্রেণির ভূগোল পরীক্ষা হবে ৩ জুন। মে মাসের ১৩ এবং ১৪ তারিখ দ্বাদশ শ্রেণির কোনও পরীক্ষা হবে না। ২১ মে-র বদলে দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা হবে ২ জুন। জার্মান, আরাবিক, সংস্কৃত, মালায়ালাম, পঞ্জাবি, রাশিয়ান, ফরাসি ভাষার পরীক্ষার দিনও বদল করা হয়েছে।


 



দশম শ্রেণির পরীক্ষাসূচি, পেজ-১ 


 



দশম শ্রেণির পরীক্ষাসূচি, পেজ-২ 


 


 



দ্বাদশ শ্রেণির পরীক্ষাসূচি, পেজ-১


 


 



দ্বাদশ শ্রেণির পরীক্ষাসূচি, পেজ-২


 


 



দ্বাদশ শ্রেণির পরীক্ষাসূচি, পেজ-৩


 


 



দ্বাদশ শ্রেণির পরীক্ষাসূচি, পেজ-৪


বোর্ড জানিয়েছে, মূলত দুটো শিফটে দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে। মোট ৭৫টি বিষয়ে দশম শ্রেণিতে এবং ১১১টি বিষয়ে দ্বাদশ শ্রেণিতে পরীক্ষা হবে।


 


সংশোধিত নির্ঘণ্ট প্রকাশের পাশাপাশি বেশ কিছু নির্দেশিকাও প্রকাশ করেছ বোর্ড। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন জানিয়েছে-


 


১. প্রতিটি পরীক্ষার জন্য নির্ধারিত সময় মানতে হবে পরীক্ষার্থীদের।


 


২. প্রশ্নপত্র ১০টা থেকে ১০টা ১৫ মিনিটের মধ্যে বিলি করতে হবে।


 


৩. প্রতিটি উত্তরপত্র পর্যবেক্ষককে সই করতে হবে।


 


৪. সাড়ে ১০টা থেকে পরীক্ষার্থীরা উত্তরপত্রে লেখা শুরু করতে পারবেন।


 


৫. আরও বিস্তারিত তথ্যের জন্য www.cbsenic.in এই ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।


Education Loan Information:

Calculate Education Loan EMI