কৃষ্ণনগর: কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানি মুখোপাধ্যায়কে ঘিরে 'জয় শ্রীরাম' স্লোগান, বিজেপি কর্মীদের বিক্ষোভ। বহিরাগতদের এনেছেন এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বিজেপি। পরিকল্পনামাফিক বিক্ষোভ, দাবি তৃণমূল প্রার্থীর।'


বহিরাগতদের এনেছেন কেন? ' কৃষ্ণনগরে কৌশানীকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান । বুথে বুথে ঘুরছিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। সেই সময় একটি বুথ পর্যবেক্ষণ করে তিনি বেরতেই একদল লোক তাঁকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান তোলে বলে অভিযোগ। সেই সঙ্গে বহিরাগতদের কেন এনেছেন, এই অভিযোগ করে এগিয়ে আসে স্থানীয় কিছু ব্যক্তি। 


কৃষ্ণনগর উত্তর আসনের তৃণমূলের প্রার্থী রুপোলি পর্দার পরিচিত মুখ কৌশানি মুখোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী  মুকুল রায়। যিনি কুড়ি বছর পর আবার বিধানসভা ভোটে লড়ছেন। 


[


অন্যদিকে কালীনগরে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করা হয় বলে অভিযোগ।  কৌশানী মুখোপাধ্যায় বলেন, বাপী শীল বলে এক বিজেপি নেতা শ খানেক লোক নিয়ে তাদের ক্যাম্প অফিসে হামলা চালায়। তাঁর অভিযোগ, মূর্তির মত দাঁড়িয়ে আছে কেন্দ্রীয় বাহিনী । আটকানোর চেষ্টা করছে না বাহিনী। উল্টে তৃণমূলের কর্মীদেরই নাকি সরিয়ে দিচ্ছে তারা। অভিনেত্রী-প্রার্থীর দাবি, যারা ক্যাম্প অফিস ভাঙচুর করেছে তাদের কিছু করা হয়নি। 


বিজেপি কর্মীদের সঙ্গে কৌশানী মুখোপাধ্যায়ের  কথোপকথন-


বিজেপি কর্মী: এখানে বহিরাগত নিয়ে বুথ দখল করতে এসেছেন না কি আপনারা? কোথায় ওদের বাড়ি?


কৌশানী মুখোপাধ্যায়, তৃণমূল প্রার্থী, কৃষ্ণনগর উত্তর: কার বাড়ি?


বিজেপি কর্মী: আপনি একা আসুন? ওরা আসছে কেন? ওরা কারা? বাইরের থেকে ওরা এসেছে কেন? কী পরিচয়? আমাদের এলাকার নয়। 


কৌশানী মুখোপাধ্যায়, তৃণমূল প্রার্থী, কৃষ্ণনগর উত্তর: Press-কে আপনারা বহিরাগত বলছেন? 


বিজেপি কর্মী: হ্যাঁ বহিরাগত, এরা কারা? 


তৃণমূল প্রার্থীর নির্বাচনী এজেন্ট: কী হয়েছে সমস্যা কী? আশ্বস্ত করছেন তো। আপনাদের প্রার্থীকে ডাকুন না।


বিজেপি কর্মী: আপনারা কী ভাবছেন? শান্তিপূর্ণভাবে ভোট করুন।


কৌশানী মুখোপাধ্যায়, তৃণমূল প্রার্থী, কৃষ্ণনগর উত্তর: আরে বাবা Press সব জায়গা allowed। না জেনে বলছেন কেন?


বিজেপি কর্মী: কিসের allowed? বহিরাগতরা allowed নয়।


তৃণমূল প্রার্থীর নির্বাচনী এজেন্ট: তাহলে আপনারা অভিযোগ করুন।


বিজেপি কর্মী: সব বহিরাগত।


কৌশানী মুখোপাধ্যায়, তৃণমূল প্রার্থী, কৃষ্ণনগর উত্তর: জানেই না বকবক করে।


তৃণমূল প্রার্থীর নির্বাচনী এজেন্ট: আপনাদের প্রার্থী মুকুল রায় আসুক না।


বিজেপি কর্মী: বহিরাগত আসবে কেন? প্রার্থী আসুক আপত্তি নেই।


বৃহস্পতিবার ষষ্ঠ দফায় ভোট গ্রহণ চলছে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে। এলাকার ভোটগ্রহণের পরিস্থিতি খতিয়ে দেখেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। এদিন সকালে বিভিন্ন বুথ ঘুরে দেখছেন তিনি। কৌশানী বলেন, ‘আমার জয় নিয়ে আমি আশাবাদী। জনসংযোগে আগেই মুকুল রায়কে হারিয়ে দিয়েছি। দিদিই মুখ্যমন্ত্রী হচ্ছেন। আমি একাই একশো। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিতে এসেছে। তাদের উপর ভরসা আছে।’