হুগলি: সারদাকাণ্ডে এবার লকেট চট্টোপাধ্যায়কে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হুগলির চুঁচুড়ার নির্বাচনী সভা থেকে মমতা বলেন, লকেট তো সারদার গলার লকেট। লকেট হয়ে ঘুরে বেড়ায়। দুর্নীতি প্রমাণ করুন আগে, পাল্টা চ্যালেঞ্জ লকেটের।


একইসঙ্গে চিটফান্ড কাণ্ডে বাবুল সুপ্রিয়ওকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় আমাদের দলকে সারদা-নারদা বলে, সারদা-নারদার কোলের বাচ্চা হল এরা, বাবুল সুপ্রিয় একদিন বলেছিল সারদা হচ্ছে রোজভ্যালির প্রথম রোজ। সব জানি। এদের বিরুদ্ধে কোনও কেস নেই। এরা এমপি হবে, এমএলএ হবে। এদিন লকেট বলেন, আগে উনি দুর্নীতি প্রমাণ করুন। ওঁর মাথা খারাপ হয়ে গিয়েছে। হেরে যাওয়ার ভয়ে এসব বলছেন। হুগলিতে একটাও সিট পাবে না। মহিলা হয়ে আরেকজন মহিলাকে দুর্নীতির সঙ্গে জড়াচ্ছেন। বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। নন্দীগ্রামে উনি হারবেন। আর হুগলিতে নিজেই বলে দিয়েছেন অসীত মজুমদার দুর্নীতি করেছে। তিনি নিজেই ক্ষমা চেয়ে নিয়েছেন তাঁর জন্য। তাই যা বলছেন আগে তার প্রমাণ দিতে হবে।


বিজেপিকে কটাক্ষ করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তুমি লোকাল প্রার্থী পেলে না। দাঁড় করাতে পারতে। কাকে দাঁড় করিয়েছে এমপি ইলেকশনে কলকাতা থেকে এসে দাঁড়াচ্ছে।  ও তো জিতবে না, শুধু দাঁড়িয়েছে টাকার জন্য, পার্টির জন্য। ওদের প্রার্থী নেই বলেও আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী।