করুণাময় সিংহ, মালদা: বিজেপির অস্বস্তি বাড়িয়ে মালদায় তিনটি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিল মতুয়া সম্প্রদায়। প্রার্থী বাছাই নিয়ে উত্তরবঙ্গে বঞ্চিত মতুয়ারা। তাই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বলে দাবি সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের উত্তরবঙ্গের পর্যবেক্ষকের। মতুয়াদের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। গেরুয়া শিবির মতুয়াদের ভুল বুঝিয়েছিল, পাল্টা দাবি তৃণমূলের।


ভোটের সময় সবার নজরে থাকে মতুয়া ভোট। এবারের হাইভোল্টেজ নির্বাচনেও তার ব্যতিক্রম নেই। গত শনিবার মতুয়া সমাজের সবচেয়ে বড় পীঠস্থান, হরিচাঁদ ঠাকুরের জন্মভিটেয় শ্রদ্ধার্ঘ অর্পণ করেন প্রধানমন্ত্রী। ভোটের মুখে নবান্ন থেকে হেলেঞ্চায় গুরুচাঁদ ঠাকুরের মূর্তি উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া ঠাকুর বাড়ির সদস্য শান্তনু ঠাকুর এখন বিজেপি সাংসদ। বিধানসভা ভোটে এবার গাইঘাটা কেন্দ্র থেকে সাংসদ শান্তনু ঠাকুরের দাদা সুব্রত ঠাকুরকে প্রার্থী করেছে বিজেপি। এই পরিস্থিতিতে বিজেপির অস্বস্তি বাড়িয়ে মালদায় তিনটি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিল মতুয়া সম্প্রদায়।


মালদা, ইংরেজবাজার ও গাজোল বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেওয়ার প্রস্তুতি শুরু করেছে তারা। সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের উত্তরবঙ্গের পর্যবেক্ষক রঞ্জিত সরকার জানান, ‘‘প্রার্থী বাছাই নিয়ে উত্তরবঙ্গে বঞ্চিত মতুয়ারা। বিজেপি মতুয়াদের প্রার্থী করেনি। জয়ের সম্ভাবনা না থাকলেও একুশের ভোটে তারা নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে ৷’’মালদার তিনটি আসনে প্রার্থী দেওয়া নিয়ে মতুয়াদের সিদ্ধান্তে গুরুত্ব দিতে নারাজ বিজেপির। মালদার বিজেপি সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, ‘‘মতুয়ারা প্রার্থী দিলে খুব বেশি প্রভাব পড়বে না। বিজেপির ভোটব্যাঙ্ক ভাঙার চেষ্টা হচ্ছে। এর পেছনে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে।’’


বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। মালদার তৃণমূলের কোঅর্ডিনেটর দুলাল সরকার জানান, ‘‘লোকসভা ভোটে ভুল বুঝিয়ে ভোট পেয়েছিল বিজেপি। এখন ওরা ভুল বুঝতে পেরেছে। মতুয়ারা তৃণমূলের সঙ্গেই আছে।’’ এর আগে সুব্রত ঠাকুর প্রার্থী হওয়ার আগে মতুয়া প্রার্থী না থাকার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। তিনি বলেছিলেন, ‘‘বিধানসভা ভোটে ৩০টি আসনে প্রার্থী দেওয়ার দাবি জানানো হলেও, তা মানা হয়নি। ভোটে ভাল ফল না হলে আমাদের কোনও দায় নেই।’’ বাংলায় ২৯৪ আসনের মধ্যে অন্তত ৭৪টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। বিধানসভা ভোটে মালদায় মতুয়া মহাসঙ্ঘের প্রার্থীরা কতটা প্রভাব ফেলবে এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।