রুমা পাল ও সুদীপ্ত আচার্য, কলকাতা: বিরোধীদের ফোনে আড়ি পাতা হচ্ছে। বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তৃণমূল। পুর দফতরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিজেপি। ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম।


শুভেন্দু অধিকারীর দাবি, বিরোধীদের ফোনে আড়িপাতা হচ্ছে। থানাগুলি থেকে এবং রাজ্যস্তরে সিআইডি, এসপি-রা বিরোধী নেতাদের ফোনে আড়ি পাতে। শ্যামল বসু কী বলছেন? গৌতমবাবু কী বলছেন? বিমান বসু কী বলছেন? প্রত্যেক জায়গায় পার্টির নেতাদের ফোনে আড়ি পাতা হচ্ছে তৃণমূল নেতা-নেত্রীদের কথায়। এটা বন্ধ করতে হবে ৷


ভোটের মুখে এবার নতুন অভিযোগে সরব হলেন শুভেন্দু অধিকারী। একসময় মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে কেন্দ্রের বিরুদ্ধে যে অভিযোগ করেছিলেন, এবার রাজ্য প্রশাসনের বিরুদ্ধে বিরোধীদের ফোনে আড়িপাতার সেই অভিযোগই তুললেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী শুভেন্দু।


মমতা বন্দ্যোপাধ্যায় একবার অভিযোগ জানিয়েছিলেন, ‘‘আমার ফোন ট্যাপ করা হচ্ছে। জানি এটা। আমার কাছে এর প্রমাণ রয়েছে’’। সরকার সব জানে। সরকারই করছে ৷’’ শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে এই আড়িপাতার অভিযোগই তুললেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তৃণমূল। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘শুভেন্দুকে বলুন প্রমাণ করতে। প্রমাণ না করে খুচরো রাজনীতি করতে এসব বলছে ৷’’


নির্বাচন কমিশনে পুর দফতরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সরব হয়েছে বিজেপি। কিন্তু, ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম। সব মিলিয়ে ভোটের দিন যত এগিয়ে আসছে, অভিযোগ, পাল্টা অভিযোগের পালা ততই বেড়ে চলেছে।