অরিন্দম সেন, আলিপুরদুয়ার: সোশাল মিডিয়ায় ফালাকাটার সম্ভাব্য বিজেপি প্রার্থী স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে পোস্ট করেছিলেন। পরে প্রার্থী হিসেবে কেন্দ্র পরিবর্তন হয়। এবার কালিয়াগঞ্জে মানুষের স্বার্থে সেই স্বামীর বিরুদ্ধেই প্রচারে যেতে চাইছেন স্ত্রী। পেশায় শিক্ষিকা আলিপুরদুয়ারের বাসিন্দা শর্বরী সিনহা রায়।


অভিযোগ বিয়ের পর ২০০৮ সাল থেকে স্বামী অর্থাৎ বর্তমানে বিজেপি কালিয়াগঞ্জের প্রার্থী সৌমেন রায় তার উপর শারিরিক এবং মানসিক অত্যাচার চালিয়ে এসেছেন। অভিযোগ একাধিক মহিলার সঙ্গেও সম্পর্ক আছে তাঁর। প্রভাব খাটিয়ে চাকরির নামে লক্ষ টাকা প্রতারিত করেছেন বলেও দাবি শর্বরী সিনহা রায়ের। কোচবিহার জেলার তুফানগঞ্জ থেকে পালিয়ে এসে সৌমেন রায় বর্তমানে ফালাকাটায় পাকাপাকি থাকতে শুরু করেন।  স্ত্রীকে ডিভোর্স দেবার আইনি প্রক্রিয়াও চলছে বলে জানা যায়। এই অবস্থায়, সৌমেন রায় ফালাকাটা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে খবরেই তার স্ত্রী শর্বরী সিনহা রায় সোশাল মিডিয়ায় স্বামীর বিরুদ্ধে গর্জে সরব হন। সৌমেন রায়কে যাতে প্রার্থী পদ দেওয়া না হয় বিজেপির কাছে সেই বার্তা দেন সোশাল মিডিয়ার। গত ১৩ মার্চ সেই পোস্ট করেন তিনি। সেই  ভিডিও ভাইরাল হতেই শুরু হয় চাঞ্চল্য। কিন্তু,  আলিপুরদুয়ারে প্রার্থীপদ না পেলেও সৌমেন রায় কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী ঘোষণা হওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন শর্বরী রায়। 


কালিয়াগঞ্জের মানুষের স্বার্থে তিনি সবাইকে মানুষকে সৌমেন রায়ের বিরুদ্ধে গর্জে ওঠার ডাক দেন। একই ভাবে তাঁর মনোনয়ন বাতিল করার বার্তাও দিতে চান বিজেপির কাছেও। প্রয়োজনে তিনি কালিয়াগঞ্জে গিয়েও স্বামী সৌমেন রায়ের বিরুদ্ধে প্রচার চালাবেন, যাতে দ্বিতীয় শর্বরি সিনহা রায় আর কেউ না হয়।


যদিও বিজেপি প্রার্থী সৌমেন রায় সব অভিযোগই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেছেন। পাল্টা স্ত্রীকে আক্রমণ করছেন তিনি। তাঁর দাবি, সত্যি প্রকাশ্যে আসবে। যতই তার বিরুদ্ধে প্রচার হোক, কালিয়াগঞ্জের মানুষ তাকেই আশীর্বাদ করবে বলে দাবি বিজেপি প্রার্থী সৌমেন রায়ের। এই মুহুর্তে বহিরাগত প্রার্থী নিয়ে রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের ক্ষোভ যখন চরম সীমায়, সেখানে আলিপুরদুয়ারের বিতর্কিত বিজেপি কর্মীকে কীভাবে কালিয়াগঞ্জের মানুষ মেনে নেয় এখন সেটাই দেখার।