কলকাতা : প্রচার সারা। প্রস্তুতিও সারা। বাংলার চতুর্থ দফার হাই ভোল্টেজ ভোট কাল। উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে পাঁচ জেলার ৪৪ আসনে ভোট। মোট ভোটার এক কোটি পনেরো লক্ষ  জন একাশি হাজার বাইশ জন। এদের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার দুশো নব্বই জন। কালকের ভোটে ভাগ্যনির্ধারিত হবে তিনশো তিয়াত্তর জন প্রার্থীর। কালকের ভোট হাওড়া, দক্ষিণবঙ্গ, হুগলী, আলিপুরদুয়ার ও কোচবিহারে। 


মোট পনেরো হাজার নশো চল্লিশটি কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে সকাল সাতটা থেকে সাড়ে ছটা পর্যন্ত। হাওড়ায় নটি আসনে ভোট। দক্ষিণ ২৪ পরগনায় ভোট এগারো আসনে। আলিপুরদুয়ারে পাঁচ, কোচবিহারে নয় ও হুগলীতে দশ আসনে ভোট কাল।  


কালকের ভোটেও প্রার্থী হিসেবে রয়েছেন কয়েকজন হেভিওয়েট। বাংলার প্রাক্তন রঞ্জি অধিনায়ক মনোজ তিওয়ারি, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাগ্য নির্ধারণ হবে কাল। 


ভাগ্য নির্ধারণ হবে রত্না চ্যাটার্জি, অভিনেত্রী পায়েল সরকার, প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জি, BJP-র লকেট চ্যাটার্জির। চতুর্থ দফার ভোটের লড়াইয়ে সংযুক্ত মোর্চার তরফে রয়েছেন একঝাঁক নতুন মুখ। কালকের ভোটে লড়াই বামেদের অন্যতম পরিচিত মুখ সুজন চক্রবর্তীরও। 


কালকের ভোট নির্বিঘ্নে করতে প্রস্তুতিতে খামতি রাখছে না কমিশন। হিংসার ঘটনা মাথায় রেখে ও অন্যান্য অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে কাল মাঠে থাকছে সাতশো উননব্বই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুধু কোচবিহারে মোতায়েন থাকবে একশো সাতাশি কোম্পানি বাহিনী। 


চতুর্থ দফায় কোন কোন কেন্দ্রে ভোট কাল



  • মেখলিগঞ্জ (SC)

  • মাথাভাঙা (SC)

  • কোচবিহার উত্তর (SC)

  • কোচবিহার দক্ষিণ (SC)

  • শীতলকুচি (SC)

  • সিতাই (SC)

  • দিনহাটা (SC)

  • নাটাবাড়ি (SC)

  • তুফানগঞ্জ (SC)

  • কুমারগ্রাম (ST)

  • কালচিনি (ST)

  • আলিপুরদুয়ার

  • ফালাকাটা (SC)মাদারিহাট (ST)

  • সোনারপুর দক্ষিণ

  • ভাঙড়

  • কসবা

  • যাদবপুর

  • সোনারপুর উত্তর

  • টালিগঞ্জ

  • বেহালা পূর্ব

  • বেহালা পশ্চিম

  • মহেশতলা

  • বজবজ

  • মেটিয়াবুরুজ

  • বালি

  • হাওড়া উত্তর

  • হাওড়া মধ্য

  • শিবপুর

  • হাওড়া দক্ষিণ

  • সাঁকরাইল (SC)

  • পাঁচলা

  • উলুবেড়িয়া পূর্ব

  • ডোমজুড়

  • উত্তরপাড়া

  • শ্রীরামপুর

  • চাঁপদানি

  • সিঙ্গুর

  • চন্দননগর

  • চুঁচুড়া

  • বলাগড়

  • পান্ডুয়া

  • সপ্তগ্রাম

  • চণ্ডীতলা