সনৎ ঝা, শিলিগুড়ি: ‘‘ঠিক আছে এখানে বিজেপি-ফিজেপি গন্ধ করবেন না, যদি আমাদের বিরোধিতা করেন, সেখান থেকে উচ্ছেদ করব...৷’’


তৃণমূলের বিরোধিতা করলেই হতে হবে উচ্ছেদ! হুমকি দিচ্ছেন খোদ বিদায়ী মন্ত্রী! চতুর্থ দফা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে এই ভাইরাল ভিডিও। সামনের সপ্তাহে, ১৭ এপ্রিল ভোট হবে জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে। তার আগেই ভাইরাল হয়েছে এই ভিডিও। যেখানে বিজেপি করলে বা তৃণমূলের বিরোধিতা করলে প্রকাশ্যে উচ্ছেদের হুমকি দিতে শোনা যাচ্ছে বিদায়ী পর্যটনমন্ত্রী তথা ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেবকে। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। স্থানীয় সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য জায়গা দেখতে, বৃহস্পতিবার ডাবগ্রাম-ফুলবাড়ির ঠাকুরনগর এলাকায় যান গৌতম দেব।



এখানেই রয়েছে একটি আশ্রম। ভাইরাল ভিডিওয়ে দেখা যাচ্ছে, আশ্রমের সন্ন্যাসী বলে দাবি করে এক ব্যক্তি কাছে গিয়ে কথা বলতেই মেজাজ হারান তৃণমূল প্রার্থী। এরপরই সরাসরি হুঁশিয়ারি দেন মন্ত্রী ৷ ভাইরাল হওয়া সেই ভিডিওতে গৌতম দেবকে বলতে শোনা গিয়েছে, ‘‘ঠিক আছে এখানে বিজেপি ফিজেপি, কোনও গন্ধ করবেন না, আপনারা থাকুন, গভর্মেন্ট থেকে যা সাহায্য লাগলে দেব। আর যদি আমাদের বিরোধিতা করেন, সেখান থেকে উচ্ছেদ করব। বুঝে নিন। আমি গৌতম দেব, যা বলি তাই করি।’’


ব্যক্তি নিজেকে আশ্রমিক বলে দাবি করায়, আরও সুর চড়ান গৌতম দেব। তিনি বলেন, ‘‘ওইসব সন্ন্যাসী-টন্ন্যাসী আমি বুঝি না। আমি নিজেও সন্ন্যাসী। সন্ন্যাসী দেখাবেন না। বিজেপি করবেন না। ও মোদির রাজ্যে হবে, বাংলায় হবে না। সব তৃণমূল করতে হবে।...সব ভোট দিতে হবে, কোনও কথা শুনতে চাই না ৷’’


রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা তৃণমূল প্রার্থীকে এই ভাবে কথা বলতে দেখে রীতিমতো হকচকিয়ে যান ওই সন্ন্যাসী সুধাকৃষ্ণ দাস গোস্বামী। তিনি বলেন, ‘‘এসে হুমকি দিচ্ছেন, কেন দিলেন তা বুঝতে পারলাম না...৷’’


গৌতম দেব এলাকা ছাড়ার পর সেখানে পৌঁছন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তাই হুমকি দিচ্ছে, হার নিশ্চিত জেনেই হতাশায় করছে, নির্বাচন কমিশনকে জানাবো ৷’’ রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘এটাই তৃণমূলের সংস্কৃতি...৷’’


বিদায়ী মন্ত্রীর সমালোচনায় সরব বামেরাও। যদিও পরে গৌতম দেব উচ্ছেদের হুঁশিয়ারি কথা অস্বীকার করেন। প্রশ্ন- বলেছেন উচ্ছেদ করে দেবেন? উত্তর - না ওসব কথা আমি বলিনি। বলেছি যেটা বড় জায়গা দখল করে আশ্রম চালাচ্ছে, আশ্রম নয়, একজন লোক থাকেন, আরএসএস-এর ক্যাম্প হয়। সরকারি জমিতে এটা হতে পারে না। আপনি থাকুন, কিন্তু সরকারি জমিতে এভাবে রাজনৈতিক কর্মকাণ্ড করবেন না।


মন্ত্রী হুঁশিয়ারির কথা অস্বীকার করলেও, ভাইরাল ভিডিও ঘিরে থামছে না বিতর্ক।