নয়াদিল্লি: রাজ্যে ক্ষমতায় আসলে নারী সুরক্ষার ওপর জোর দেওয়া হবে এবং মহিলাদের ওপর অত্যাচারের মামলার জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হবে বলে আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি। 


আজ প্রধানমন্ত্রীর রাজ্য সফরে আসার কথা ছিল। কিন্তু, দেশের কোভিড পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক হওয়ায় সেই সফর বাতিল করেন তিনি। 


কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় নির্বাচনী প্রচারে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি হয়েছে। এদিন নয়াদিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রচার করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘দেশে করোনা পরিস্থিতির কারণে বাংলার কর্মসূচি বাতিল করতে হয়েছে। সশীরের হাজির থাকতে না পারায় আমি দুঃখিত।’


ভার্চুয়াল সভায় তিনি নারী নিরাপত্তা নিয়ে জোর দেন। বলেন, ‘মহিলাদের উপর অত্যাচার রুখতে পদক্ষেপ করবে বিজেপি সরকার। ক্ষমতায় আসতেই ফার্স্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হবে।’


শুধু নারী নিরাপত্তাই নয়, পশ্চিমবঙ্গের জন্য একাধিক ভাবনা রয়েছে, যেগুলিকে বাস্তবায়িত করা হবে বলেও জানান তিনি। বলেন, ‘বিজেপি বাংলার যুবকদের চাকরি দেবে। বাংলার মা-বোনেদের সুরক্ষা দেবে বিজেপি। দুর্নীতিমুক্ত সমাজ দেবে বিজেপি।’


কৃষি থেকে শিক্ষা, পানীয় জল থেকে স্বাস্থ্য-চিকিৎসা--- সবকিছু খোলনলচে বদলে ফেলা হবে বলেও জানান তিনি। মোদি বলেন, ‘বাংলার প্রতি ঘরে পরিশুদ্ধ জল পৌঁছবে। রাজ্যের গরিব মানুষের চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে। 


তিনি যোগ করেন, ‘বাংলার অনেকাংশে ডেঙ্গি খুব বড় সমস্যা। বিজেপি ডেঙ্গির মতো অসুখ দূর করতে যথাযথ পদক্ষেপ করবে। মাতৃভাষায় মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেওয়ার জন্য রাষ্ট্রীয় শিক্ষানীতি প্রণয়ন হবে।’


মোদি বলেন, বাংলায় কৃষি নির্ভর শিল্প গড়তে কেন্দ্রীয় সরকার চেষ্টা শুরু করে দিয়েছে। সরকার তৈরি হতেই কৃষক সম্মান নিধির বকেয়া ১৮ হাজার টাকা কৃষকরা পাবেন।’


প্রধানমন্ত্রীর আশ্বাস, ‘মৎস্যশিল্পের উন্নয়নেও কাজ করবে বিজেপি। কলকাতাকে দূষণ থেকে মুক্তি দিতে হবে। পশ্চিমবঙ্গ আত্মনির্ভর ভারতের অংশ হবে। বিজেপি সরকার প্রত্যেকের বাড়ির স্বপ্ন পূরণ করবে।’