কলকাতা: আপনি কি অন্য কোনও কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করছেন? মানুষের মধ্যে এই প্রশ্ন তৈরি হয়েছে। এই গুজবের মধ্যে কি কোনও সত্য়তা আছে? উলুবেড়িয়ার নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, প্রথমে আপনি নন্দীগ্রামে গেলেন। সেখানকার মানুষ আপনাকে জবাব দিয়েছেন। আপনি অন্য কোথাও গেলেও বাংলার মানুষ উত্তর দেওয়ার জন্য তৈরি আছে।


এদিন প্রধানমন্ত্রী বলেন, দিদি কখনও আমায় বহিরাগত বলেন, ট্যুরিস্ট বলেন। দিদি কার প্রভাবে এসব বলছেন আপনি? অনুপ্রবেশকারীরা আপনার নিজের। কিন্তু ভারতের সন্তান আপনার কাছে ট্যুরিস্ট। বহিরাগত বলে দেশবাসীর মধ্যে ভাগাভাগি বন্ধ করুন। দেশের সংবিধানের অপমান বন্ধ করুন। দিদিকে বাংলার মানুষ চিনে গেছেন। বাংলার মানুষ এই ভোটে আপনাকে শাস্তি দেবেই। প্রথম দফার ভোটের পর দিদিও সেটা ভাল ভাবে বুঝে গেছেন। নন্দীগ্রামে যা হয়েছে তার অর্থ দিদি হার মেনে নিয়েছেন। তিনি আরও বলেন, শেষ দফার ভোটেও কি কোনও আসনে লড়বেন?


প্রধানমন্ত্রী বলেন,  যদি গত ১০ বছরে বাংলার জন্য কাজ করতেন, তাহলে এক জায়গায় ৩ দিন থাকতে হত না। দিদি ঘাবড়ে গিয়ে আগেই ইভিএমের দোষ দিয়েছেন। দিদি নির্দিষ্ট একটি সম্প্রদায়ের জন্য কাজ করছেন। উত্তর প্রদেশ, বিহার সম্পর্কে যে মন্তব্য করছেন, তা দিদির রাজনৈতিক বোধ নিয়ে প্রশ্ন তুলছে। মোদির কথায়, আমায় যত খুশি গালাগাল দিন, কিন্তু মানুষকে অপমান করবেন না। আমি বাংলাদেশে গিয়ে ওড়াকান্দিতে মতুয়া মন্দিরে গিয়েছিলাম। তাতেও দিদি রেগে গিয়েছিলেন। হরিচাঁদ ঠাকুরকে প্রণাম করা কি অপরাধ? প্রশ্ন মোদির।


মোদির কথায়, বিজেপির জন্য বাংলা উন্নয়ন, শিক্ষা, শিল্পর মাঠ হয়ে উঠবে। সোনার বাংলার লক্ষ্যে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার কাজ করবে। দিদি বাংলার কৃষকদের জন্য ভাবেননি, ক্ষতি করেছেন বলেও অভিযোগ প্রধানমন্ত্রীর। ২ মে বিজেপির সরকার গঠনের পরই কৃষক প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। ৩ বছরের বকেয়া টাকাও কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।  আসল পরিবর্তন আর মাত্র একমাস দূরে।


একইসঙ্গে নিমতাকাণ্ড নিয়েও এদিন মমতা আক্রমণ করেছেন মোদি। তিনি বলেন, শোভা দেবীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করছি। অবাক লাগে, এত অত্যাচারের পরেও দিদি কুল কুল বলেন। দিদি তৃণমূল কুল নয়, বাংলার মানুষের কাছে শূল।  রক্তের খেলা আর চলবে না। অত্যাচারের খেলা চলবে না।