বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: ভোটের আগে তোলা আদায়ের অভিযোগ ঘিরে উত্তেজনা। পুলিশের বিরুদ্ধে তৃণমূলের জন্য বালির গাড়ি আটকে তোলা আদায়ের অভিযোগ তুললেন পিংলার বিজেপি প্রার্থী। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তোলাবাজির অভিযোগ সম্পর্কে কিছু জানা নেই বলে জানিয়েছেন পিংলা থানার ওসি।


পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ! পিংলার বিজেপির প্রার্থীর সামনেই পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন দলের কর্মীরা! তোলাবাজির অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে স্লোগানও দিলেন বিজেপি কর্মীরা!


প্রায় আড়াই ঘণ্টা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী-সমর্থকরা। পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্য। তাঁর অভিযোগ,ভোটের মুখে তৃণমূলের জন্য বালির গাড়ি থেকে তোলা আদায় করছে পুলিশ। পিংলার বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্য বলেন, ‘‘গতকাল রাতে প্রচার সেরে ফেরার সময় দেখি, পিংলার জামনা এলাকায় বালির গাড়ি আটকে টাকা আদায় করছে পুলিশ। তৃণমূলের জন্য এই টাকা আদায় করা হচ্ছে।’’


বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘পিংলার পুলিশ টাকা তুলে  এই ভোটে তৃণমূলের খরচ দিচ্ছে।’’ যদিও, এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।


পিংলা থানার ওসি জানিয়েছেন, তোলাবাজির অভিযোগ সম্পর্কে তাঁর কিছু জানা নেই।


উল্লেখ্য, এবারের রাজ্য বিধানসভা নির্বাচনের ভোটের প্রচারে তৃণমূলের বিরুদ্ধে দু্র্নীতির অভিযোগকে হাতিয়ার করেছে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজি ও কাটমানির অভিযোগ করছে। বিজেপি নেতারা ভোটের প্রচারে নানান জনসভায় এ ধরনের অভিযোগ করেছেন। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তাদের দাবি, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করছে।


আর দুদিন পরেই রাজ্যে প্রথম দফার নির্বাচন। এবার রাজ্যে নজিরবিহীন আট দফায় ভোট গ্রহণ করা হবে। ভোটের প্রচার ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে। আজ প্রথম দফার নির্বাচনের প্রচারের শেষ দিন। এমনই পরিস্থিতি পিংলার বিজেপি প্রার্থী তৃণমূলের জন্য বালির গাড়ি আটকে পুলিশের বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ করলেন। যদিও তৃণমূল এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।