পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ: পশ্চিম বর্ধমানের  জামুড়িয়ার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থীর সভায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় ৩ বিজেপি কর্মীকে আটক করা হয়েছে। প্রতিবাদে জামুড়িয়া থানার সামনে বিজেপি প্রার্থী তাপস রায়ের নেতৃত্বে বিক্ষোভ।


গতকাল রাতে জামুড়িয়ার নিউ সাতগ্রাম কোলিয়ারি সংলগ্ন দুর্গামন্দির এলাকায় প্রচার সভা করেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী ঐশী ঘোষ। অভিযোগ, জয় শ্রীরাম স্লোগান দিয়ে ঝাণ্ডা নিয়ে সভাস্থলে ঢুকে পড়েন বিজেপি কর্মীরা। যদিও সভা চলতে থাকে। খবর পেয়ে সেখানে যায় পুলিশ ও নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। রাতেই আটক করা হয় তিন বিজেপি কর্মীকে। গেরুয়া শিবিরের দাবি, অভিযোগ খতিয়ে না দেখেই তাদের তিন কর্মীকে আটক করে পুলিশ


অন্যদিকে, প্রচারে বেরিয়ে আক্রান্ত মুর্শিদাবাদের রানিনগরের সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী। হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল কংগ্রেস প্রার্থী ফিরোজা বেগমের প্রচার চলাকালীন চড়াও হন তৃণমূল কর্মীরা। বাম-কংগ্রেস কর্মীদের হুমকি দেওয়ার পাশাপাশি, মিছিলে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে তারা। কাছেই একটি বাড়িতে আশ্রয় নেন কংগ্রেস প্রার্থী ফিরোজা বেগম। এ নিয়ে রাতে সাংবাদিক বৈঠকে অভিযোগ তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।


যদিও শাসকদলের দাবি, উল্টে কংগ্রেস প্রার্থীর নিরাপত্তা রক্ষীই মত্ত অবস্থায় গানের তালে নাচতে নাচতে তৃণমূল কর্মীদের উপর চড়াও হন। জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার জানিয়েছেন, এই ঘটনার আগেই ওই নিরাপত্তা রক্ষীকে সাসপেন্ড করা হয়।