উত্তর ২৪ পরগনা:  পঞ্চম দফার নির্বাচনের প্রচারের শেষদিনে বরানগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্রর মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। আজ বাইক মিছিল করেন পার্নো মিত্র। এই মিছিল চলাকালে তৃণমূল কর্মী-সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ বিজেপির। তাদের অভিযোগ, পার্নো মিত্রকেই হেনস্থা করা হয়। অভিযোগ অস্বীকার করে তৃণমূল বলেছে, বিজেপি মিছিল থেকে উস্কানি দিয়েছে। অশান্তি সৃষ্টির জন্য তাদের ওপর হামলা চালিয়েছে।


বরানগরের সতীন সেন পল্লীতে বিজেপির প্রচার চলাকালীন হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এনেছে বিজেপি ।বিজেপির অভিযোগ, তাদের প্রার্থী পার্নো মিত্রর বাইক মিছিল যখন চলছিল, সেই সময়  তাদের গাড়িতে হামলা চালায় তৃণমূল কর্মীরা ।পুলিশ জানিয়েছে এই ঘটনায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। কিন্তু মিছিলের কোন অনুমতি পুলিশ-বিজেপিকে দেয়নি বলে জানা গেছে।


মিছিলে হামলার প্রতিবাদে বিটি রোড অবরোধ বিজেপির। বরানগর থানার সামনে বিজেপির বিক্ষোভ। বিক্ষোভকারীদের সরাতে গেলে ধস্তাধস্তি বেঁধে যায়।


পার্নোর অভিযোগ, তাঁর গাড়ি উঠে তাঁকে মারার চেষ্টা করা হয়। তাঁর অভিযোগ, গত কিছুদিন ধরেই তাঁদের হুমকি দেওয়া হচ্ছে।


তৃণমূল প্রার্থী তাপস রায় এই ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। তিনি বলেছেন, হার নিশ্চিত জেনে নাটক করছে বিজেপি প্রার্থী। তিনি দাবি করেছেন, তাঁদের এক মহিলা নেত্রী আহত। পুলিশকে তিনি সমস্ত ঘটনা জানিয়েছেন।


তাপস রায়ের অভিযোগ, পায়ে পা লাগিয়ে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে বিজেপি।