জঙ্গিপুর : করোনায় আরও এক প্রার্থীর মৃত্যু। মারা গেলেন জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী। আজ বিকেলে বহরমপুরের কোভিড হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বাহাত্তর বছর বয়স হয়েছিল তাঁর। অসুস্থ ছিলেন। গত পাঁচই এপ্রিল কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এই নিয়ে ভোটের সময় দুজন প্রার্থী করোনার বলি হলেন। এর আগে করোনায় মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় রেজাউল হককে প্রথমে জঙ্গিপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছিল। গতকাল ভোর পাঁচটা নাগাদ তাঁর মৃত্যু হয়।
বিধানসভা নির্বাচনপর্বে করোনায় আক্রান্ত হয়েছেন গোয়ালপোখরের তৃণমূল প্রার্থী গোলাম রব্বানি। দিন তিনেক আগে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। আপাতত তিনি হোম আইসোলেশনে রয়েছেন। এদিন আরও এক প্রার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি হলেন- চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার। তাঁর অবস্থা স্থিতিশীল। তিনিও হোম আইসোলেশনে রয়েছেন।
দেশের পাশাপাশি রাজ্যেও করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৬ হাজার ৯১০ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৪৭ জন । এপর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ৬ লাখ ৪৩ হাজার ৭৯৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬ জনের। এপর্যন্ত রাজ্যে মোট মৃত ১০ হাজার ৫০৬ জন। সুস্থতার হার ৯১.৯৯%।
এই ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতিতে রাজ্যে বাকি দফাগুলিতে কীভাবে ভোট করা সম্ভব তা নিয়ে আজ নির্বাচন কমিশনে সর্বদলীয় বৈঠক হয়। রাজনৈতিক দলগুলির সমাবেশে কোভিড বিধি মানা হচ্ছে না। ফলে, করোনা পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠতে পারে বলে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। যদিও এরপরও সমাবেশে লাগাম টানা সম্ভব কি না তা নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে সর্বদলীয় বৈঠকের পর কমিশন ভোটের দফা কমিয়ে আনার ব্যাপারে কোনও পদক্ষেপ নেয় কি না সেদিকে তাকিয়ে সব মহল।
বিধানসভা নির্বাচনপর্বে করোনায় আক্রান্ত হয়েছেন গোয়ালপোখরের তৃণমূল প্রার্থী গোলাম রব্বানি। দিন তিনেক আগে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। আপাতত তিনি হোম আইসোলেশনে রয়েছেন। এদিন আরও এক প্রার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি হলেন- চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার। তাঁর অবস্থা স্থিতিশীল। তিনিও হোম আইসোলেশনে রয়েছেন।
দেশের পাশাপাশি রাজ্যেও করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৬ হাজার ৯১০ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৪৭ জন । এপর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ৬ লাখ ৪৩ হাজার ৭৯৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬ জনের। এপর্যন্ত রাজ্যে মোট মৃত ১০ হাজার ৫০৬ জন। সুস্থতার হার ৯১.৯৯%।
এই ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতিতে রাজ্যে বাকি দফাগুলিতে কীভাবে ভোট করা সম্ভব তা নিয়ে আজ নির্বাচন কমিশনে সর্বদলীয় বৈঠক হয়। রাজনৈতিক দলগুলির সমাবেশে কোভিড বিধি মানা হচ্ছে না। ফলে, করোনা পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠতে পারে বলে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। যদিও এরপরও সমাবেশে লাগাম টানা সম্ভব কি না তা নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে সর্বদলীয় বৈঠকের পর কমিশন ভোটের দফা কমিয়ে আনার ব্যাপারে কোনও পদক্ষেপ নেয় কি না সেদিকে তাকিয়ে সব মহল।