নয়াদিল্লি: ট্রেনে এবং দেশের বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় এড়াতে এবার ভারতীয় রেল অতিরিক্ত ১৪০টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ শুক্রবার এমনটাই রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ৷ একটি সাংবাদিক বৈঠকে এদিন রেলওয়ে বোর্ডের সিইও এবং চেয়ারম্যান সুনীত শর্মা জানান, ‘‘ ভারতীয় রেলের কাছে আজকে অত্যন্ত স্পেশাল দিন ৷ কারণ ভিটি থেকে থানে পর্যন্ত ১৮৫৩ সালে আজকের দিনেই ৩৪ কিমি পথ পাড়ি দিয়েছিল প্রথম ট্রেন ৷ তারপর থেকে ভারতীয় রেল অনেক পথ অতিক্রম করেছে ৷ আমরা এখনও পর্যন্ত ১,৪৯০ ট্রেন চালিয়েছি ৷ প্রয়োজনে দেশের যে কোনও জায়গায় আরও বেশি সংখ্যক ট্রেন চালাব ৷’’


বর্তমানে ভারতীয় রেল ১,৪৯০ স্পেশাল ট্রেন, ৫৩৯৭টি সাবার্বান ট্রেন সার্ভিস দিচ্ছে ৷ পাশাপাশি সুনীত শর্মা জানান, ২৮টি ক্লোন ট্রেন এবং ৯৪৭টি প্যাসেঞ্জার ট্রেনও চালানো হচ্ছে ৷ ৭০ শতাংশের বেশি ট্রেন সার্ভিস পুনরায় চালু করা সম্ভব হয়েছে ৷ এরই সঙ্গে ১৪০টি অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে ৷ এই ১৪০টি ট্রেনগুলি এপ্রিল এবং মে মাসে ৪৮৩টি যাত্রা করবে ৷ 


দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে আবারও কারফিউ, আংশিক লকডাউন শুরু হয়েছে। ফলে, এই সময় বাড়ি ফেরার প্রবণতা বাড়ছে ভিনরাজ্যের কর্মীদের। সে কথা মাথায় রেখেই আপাতত এপ্রিল-মে মাসে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।


মহারাষ্ট্রে করোনা পরিস্থিতিতে জারি হয়েছে কড়া লকডাউনের নিয়ম। এদিকে মহারাষ্ট্রেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাজে যান পরিযায়ী শ্রমিক, ব্যবসায়ী, বিভিন্ন সংস্থার কর্মীরা। ফলে, এই সময়টা হঠাৎই এক ধাক্কায় মহারাষ্ট্র থেকে বিভিন্ন রুটে ট্রেনের চাহিদা বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি আরও জটিল হওয়ার আশায় বাড়ি ফিরতে চাইছেন অনেকেই।


এদিকে করোনার দাপট রুখতে বড়সড় পদক্ষেপ উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের। আগামী রবিবার সমগ্র উত্তরপ্রদেশে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে উত্তর প্রদেশ সরকার। সেইসঙ্গে মাস্ক না পরলে প্রথমবার এক হাজার ও দ্বিতীয়বার এই নিয়ম ভাঙলে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। ওইদিন রাজ্যের সমস্ত বাজার, অফিস, জিম, অডিটোরিয়াম ও সিনেমা হল বন্ধ থাকবে। রবিবার সারা  রাজ্যজুড়ে হবে স্যানিটাইজেশনের কাজ। অত্যাবশ্যক পরিষেবাগুলিকে শুধুমাত্র লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে।