সমীরণ পাল ও সৌরভ বন্দ্যোপাধ্যায়: বিধানসভা ভোটে তৃণমূল-বিজেপির প্রার্থী তালিকায় এবার তারকার মেলা। বিজেপির প্রার্থী তালিকায় অন্যতম তারকা মুখ পার্নো মিত্র। প্রথমবার ভোটের ময়দানে নামা পার্নো এমন এক আসনে লড়ছেন যা রাজ্যের এক মন্ত্রীর কেন্দ্র। আরএসপি একসময় দাপট দেখালেও, ২০১১ থেকে বরানগর তৃণমূলে দখলে ৷ পার্নোর লড়াই তৃণমূলের তাপস রায় ও সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী অমল মুখোপাধ্যায়ের সঙ্গে। দলীয় কর্মীদের নিয়ে এদিন মনোনয়ন জমা দিতে যান বিজেপির তারকা প্রার্থী। বরানগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্র বলেন, ‘‘সকলের ঘরের মেয়ে হতে চাই, কাজ করার সুযোগ পেলে মানুষে পাশে থাকব ৷’’
ভোটের বঙ্গে প্রচারের নানা দৃশ্য। তারকা প্রার্থীদের অভিনব জনসংযোগের ছবি। বাঁকুড়ায় প্রচারে বেরিয়ে ঘরের মেয়ে হওয়ার চেষ্টা তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। প্রচার পথে মন্দির দেখে সেখানে মাথা ঠেকালেন। বাঁকুড়া কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রাধারানি বন্দ্যোপাধ্যায় ও বিজেপির নীলাদ্রিশেখর দানা ৷ বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ভগবানের কাছে প্রার্থনা করলাম যাতে আমরা জিততে পারি ৷’’
তাঁর প্রচার মানেই থাকে বৈচিত্র্য। কখনও গরুর গাড়ি, কখনও ভুটভুটিতে। সোমবার গঙ্গাবক্ষে প্রচারে দেখা গেল বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে। চুঁচুড়া ফেরিঘাট থেকে ব্যান্ডেল ঘাট পর্যন্ত নদীপথে প্রচারে জনসংযোগ ঝালিয়ে নিলেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী। চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘ এটা প্রথমবার নয়,আমি লোকসভা ভোটে এভাবে প্রচার করেছি। মৎস্যজীবীদের সঙ্গে কথা বলেছি, আমাদের সরকার এলে মৎস্যজীবীদের জন্য ব্যবস্থা নেওয়া হবে ৷’’
গত বিধানসভা ভোটে মধ্যমগ্রামে বড় ব্যবধানে হারলেও, এবারের ভোট আলাদা। ফুল বদলাবে। পানিহাটির অলি-গলি ঘুরে এমনই উপলব্ধি কংগ্রেস প্রার্থী তাপস মজুমদার ৷ পানিহাটির কংগ্রেস প্রার্থী তাপস মজুমদার বলেন, ‘‘তৃণমূলের দুর্নীতির কথা বলছি, মানুষের ভাল সাড়া পাচ্ছি ৷’’ হাতে সময় কম। উৎসবের মধ্যেই তাই পুরোদমে চলছে প্রচার।