নয়াদিল্লি: একাগ্রতা আর কঠোর পরিশ্রম। সাফল্য পেতে এর কোনও বিকল্প নেই। সাফল্যের শীর্ষস্তরে পৌঁছতে নেই কোনও শর্টকার্ট। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছেন যাঁরা, তাঁদের মুখেই নানা সময়ে উঠে এসেছে এই কথা। প্রতিযোগিতা যেখানে চরম, সেখানে সফল হতে যে পরিশ্রমের চূড়ান্ত জায়গায় পৌঁছতে হবে তা আর নতুন কী ! আর সেই প্রতিযোগিতার নাম যদি হয় IAS, তাহলে প্রস্তুতির জন্য পরিশ্রম ঠিক কতটা হতে হবে তা আর বলার অপেক্ষা রাখে কি? তবে, নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে IAS-র দরজা পেরোতে সফল হয়েছেন যাঁরা, তাঁদের নিজমুখে সে লড়াইয়ের গল্প শুনলে কঠিন রাস্তাটা সুগম হয়ে যেতে পারে। আজ থাকল IAS রোমা শ্রীবাস্তবের সংগ্রাম কাহিনি।


UPSC পাশ করা তাঁর কাছে নতুন কিছু নয়। IAS হওয়ার আগে দু-দু'বার UPSC-র দরজা পেরিয়েছিলেন। প্রথমবার ইন্ডিয়ান পোস্ট অ্যান্ড টেলিকম সার্ভিস। আর তারপর IPS। কিন্তু স্বপ্ন যখন IAS, তখন জোরকদমে পড়া চালিয়ে গিয়েছিলেন রোমা। চাকরি করতে করতেই। IAS হয়েও যান। 
২০১৯ সালে গোটা দেশে চূড়ান্ত তালিকায় ৭০ নম্বরে নাম ছিল তাঁর। 


বারো ক্লাসে অঙ্কে ফেল করেও হওয়া যায় IAS, অনুপ্রেরণার নাম সইদ রিয়াজ আহমদ


ছোটো থেকেই পড়াশোনায় সচেতন  রোমা। ইন্টারমিডিয়েটের পরে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন। পড়া শেষ করে সিদ্ধান্ত নেন UPSC-র জন্য প্রস্তুতি নেবেন। ২০১৬ সালে প্রথমবার বসেন পরীক্ষায়। সেবার কিছু হয়নি। পরের বার ২০১৭ সালে সফল হয়ে ইন্ডিয়ান পোস্ট অ্যান্ড টেলিকম সার্ভিসে সুযোগ পান। তবে সন্তুষ্ট হননি। আবার বসেন পরীক্ষায়। এবার IPS। আর তারপরে ২০১৯ সালে নির্বাচিত হন IAS- এর জন্য। 


না, কোচিং নেননি রোমা। যখন যেমন প্রয়োজন হয়েছে ইন্টারনেটের সাহায্য নিয়ে পড়েছেন।


রোমার টিপস 



  • সঠিক রণনীতি নিলে, লাগাতার পরিশ্রম করলে UPSC-তে সাফল্য আসে।  

  • কোচিং নেওয়া সম্ভব নয় যাদের, তাঁরা নিজে পড়েই IAS হতে পারেন। 

  • সিলেবাস ভালো করে খতিয়ে দেখে স্টাডি মেটিরিয়াল তৈরি করে ফেলা দরকার।

  • তারপর নির্দিষ্ট সূচি বানিয়ে পরীক্ষা প্রস্তুতিতে লেগে পড়তে হবে।

  • সিলেবাস কভার করার পর যত বেশি রিভিজ়ন তত বেশি লাভ, যত বেশি মক টেস্ট, তত উপকার । 

  • রোমা নিজে প্রিলিমিনারির আগে ৫০ থেকে ৬০টি মক টেস্ট দিয়েছিলেন। 


Education Loan Information:

Calculate Education Loan EMI