কলকাতা: কাল গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত বিজেপির মিছিল। তাতে পা মেলাবেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আজ নিজেই একথা জানান বিজেপি নেত্রী। মিছিলের আগে আজ হেস্টিংসে দলের বৈঠকেও যোগ দেন শোভন-বৈশাখী।

এক সোমে আসার কথা থাকলেও, তাঁরা আসেননি! তাঁদের ছাড়াই হয়েছে বিজেপির রোড শো!  শোভন চট্টোপাধ্যায়কে সামনে রেখেই গত সোমবার মেগা রোড শোর আয়োজন করেছিল বিজেপি! অথচ শেষ অবধি সেই রোড শোতে হাজির হননি শোভন-বৈশাখী!

অবশেষে পরের সোমে আসার সম্মতি পাওয়া গেল।

তার আগে রবিবার সন্ধেয় হেস্টিংসে, দলীয় বৈঠকে যোগ দিলেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ছিলেন কলকাতা জোনের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়-সহ অনেকে।

গত সোমবার কথা থাকলেও দলের রোড শো-তে শেষপর্যন্ত যাননি শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে বিতর্ক দানা বেধেছিল। এই প্রেক্ষাপটেই সোমবার দক্ষিণ কলকাতার গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত মিছিল করবে বিজেপি। সেই মিছিলে যোগদানের ব্যাপারে সম্মতি দিয়েছেন শোভন-বৈশাখী।

বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছেন, কাল স্বাগত মিছিলের আয়োজন করা হয়েছে, কাল সাড়ে ৩টেয় শুরু হবে মিছিল, সেই মিছিলে শোভন থাকবেন, আমিও থাকব।

মিছিলের প্রচারে দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় ব্যানার-কাটআউট লাগিয়েছে বিজেপি।

তাতে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে শোভন-বৈশাখীর ছবিও রয়েছে। কিন্তু রবিবার দেখা যায়, গোলপার্কে শোভন চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটের অদূরে একাধিক কাটআউট বিকৃত করা হয়েছে।

এর তীব্র নিন্দা করেছেন বৈশাখী। তিনি বলেছেন, চূড়ান্ত অসভ্যতা। যেদিন সাহস করে সামনে এসে বলতে সেদিন উত্তর দেবেন।

২০১৯-এর ১৪ অগাস্ট বিজেপিতে যোগ দেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু এতদিন দলের হয়ে সেভাবে তাঁদের পথে নামতে দেখা যায়নি। উল্টে কালীঘাটে তৃণমূল নেত্রীর বাড়িতে গিয়ে ভাইফোঁটা নেন শোভন।কলকাতা চলচ্চিত্র উৎসবেও দেখা যায় দু’জনকে।

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

পরে অমিত শাহর-র সফরের সময়, তাঁর সঙ্গে বৈঠক করেন শোভন-বৈশাখী। কয়েকদিনের মধ্যেই,বিজেপির কলকাতা জোনে পর্যবেক্ষক করা হয় শোভন চট্টোপাধ্যায়কে।সহ আহ্বায়ক হন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

রবিবার দলীয় বৈঠকে যোগ দেওয়ার পর এবার সোমবার বিজেপির মিছিলে পা মেলাবেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।