পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। দীর্ঘ রাজনৈতিক জীবনের শুরুতে বালিগঞ্জ কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। মাঝপথে কেন্দ্র বদলেছে। আবার ২০১১ সাল থেকে বালিগঞ্জ কেন্দ্র থেকেই জিতে আসছেন তিনি। ভোটের ভিআইপি তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের সামনে এবারও আর এক নির্বাচনী লড়াই।
রাজনৈতিক জীবন ৫০-এর মাইলস্টোন পেরিয়ে গেছে। সত্তরের দশকের শুরু থেকে বঙ্গ রাজনীতির সব পালাবদল ঘটেছে তাঁর চোখের সামনে। তিনি সুব্রত মুখোপাধ্যায়। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী এবারও বালিগঞ্জ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী। এই কেন্দ্রে, সুব্রত মুখোপাধ্যায় ছাড়াও বিজেপির লোকনাথ চট্টোপাধ্যায় ও সংযুক্ত মোর্চার তরফে সিপিএমের প্রার্থী ফুয়াদ হালিম। বিধানসভা ভোটে জেতাকে অভ্যাসে পরিণত করে ফেলেছেন সুব্রত মুখোপাধ্যায়। তা সত্ত্বেও প্রচারে কার্পণ্য নেই। মার্চ শেষের চড়া রোদ মাথায় নিয়ে নিয়ম করে প্রচারে বেরোচ্ছেন। হেঁটে হেঁটে বাড়ি বাড়ি চলছে প্রচার।
তবে প্রচার ও প্রতিদ্বন্দ্বিতার টেনশনকে ছক্কা হাঁকিয়ে রীতিমতো খোশমেজাজে রয়েছেন তিনি। মাঝে মাঝে চা নিয়ে কর্মীদের সঙ্গেই বসে পড়ছেন আড্ডায়। এলাকায় এতটাই পরিচিত এই প্রার্থী যে তাঁকে দেখতে পেয়েই আশীর্বাদ করে যাচ্ছেন এলাকার বৃদ্ধ বাসিন্দারা। আবার কখনও প্রচারের ফাঁকে একটু জিরিয়ে নিতে হলে সোজা চলে যাচ্ছেন কোনও বাসিন্দার বাড়ির উঠোনে। টুলে বসে বিশ্রাম নিয়ে নিচ্ছেন। চেনা প্রার্থীকে কাছে পেয়ে ভাড়াটে নিয়ে সমস্যার কথাও শুনিয়ে দিচ্ছেন কেউ কেউ।
যে ওয়ার্ডে প্রচার করছেন, সেই ওয়ার্ড বা এলাকা সম্পর্কে আগেভাগেই তথ্য দিয়ে প্রার্থীর প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না দলীয় কর্মীরা। প্রচারের ফাঁকে সেই তথ্যে চোখ বুলিয়ে নিচ্ছেন প্রার্থী। এবারও নির্বাচনে বাজিমাত করার বিষয়ে আশাবাদী সুব্রত মুখোপাধ্যায়। বাংলার রাজনীতির রাজপথে ইন্দিরা গান্ধীর স্নেহধন্য সুব্রত মুখোপাধ্যায়ের দৌড়টা শুরু হয়েছিল সেই ১৯৭১ সালে। ১৯৭১-এ বালিগঞ্জ থেকে বিধানসভা নির্বাচনে জিতেছিলেন। পরে সিদ্ধার্থশঙ্কর রায়ের মন্ত্রিসভার সদস্য হন সুব্রত।
১৯৮২-তে কেন্দ্র বদল। জোড়াবাগান থেকে জয়ী হন সুব্রত। ১৯৮২ থেকে ১৯৯৬ জোড়াবাগান ছিল তাঁর কেন্দ্র। ১৯৯৬ থেকে ২০০৬, তাঁর কেন্দ্র ছিল চৌরঙ্গী। ১৯৯৯ সালে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেন সুব্রত। ২০০০ সালে মেয়র হন কলকাতা পুরসভার।
কিন্তু ২০০৫ সালে পুরভোটের ঠিক আগেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে যান। ২০০৯ -এ বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে লড়াই করে পরাজিত হন সুব্রত। পরে ফিরে আসেন তৃণমূলে। ২০১১-তে বালিগঞ্জ কেন্দ্র থেকে জয়ী হন তিনি। ফের ২০১৬-য় বিধানসভা নির্বাচনে বালিগঞ্জের বিধায়ক নির্বাচিত হন সুব্রত। ২০১৯ সালে বাঁকুড়া কেন্দ্র থেকে ফের লোকসভার প্রার্থী হন সুব্রত মুখোপাধ্যায়। তবে গতবারও হার স্বীকার করতে হয় তাঁকে। এতগুলি দশক পেরিয়েও অক্লান্ত সত্তোরর্ধ্ব রাজনীতিক। লড়াই সেই বালিগঞ্জেই।