পূর্ব বর্ধমান:  ভোটের ফল বেরোনার পর রাজনৈতিক সংঘর্ষের ঘটনার খবর রাজ্যের বিভিন্ন স্থান থেকেই আসছে। এরইমধ্যে   পূর্ব বর্ধমানের কেতুগ্রামে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুনের অভিযোগ। 


তৃণমূলের অভিযোগ, ৫৫ বছরের ওই পঞ্চায়েত সদস্য শ্রীনিবাস ঘোষকে গতকাল রাত ১০টা নাগাদ বাড়ি থেকে বের করে কুপিয়ে খুন করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।  ধারাল অস্ত্রের কোপে তাঁর একটি পা বাদ যায়।  এই সময় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন আরও ২ তৃণমূল কর্মী। তাঁদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  রাতেই ঘটনাস্থলে যায় কেতুগ্রাম থানার পুলিশ।পুলিশ এই ঘটনায় ৫ জনকে আটক করেছে।  সূত্রের খবর, যাদের আটক করা হয়েছে তারা বিজেপি কর্মী।  যদিও বিজেপি হামলা ও খুনের অভিযোগ অস্বীকার করেছে।


বিধানসভা ভোটের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি। শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই বিজেপি সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন স্থানে তাঁদের কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। ঘরবাড়ি-দোকানঘরে ভাঙচুর চালানো হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি অভিযোগ করেছেন, রাজ্যের শাসক দলের দুষ্কৃতীদের হামলায় ছয় জন খুন হয়েছেন। প্রতিবাদে কাল রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানায় বিজেপির প্রতিনিধি দল।  এদিকে, আজ রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করবেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগে বুধবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিজেপি