কলকাতা: ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জমা মাত্র ৩৮ হাজার ৪৬৩ টাকা। অস্থাবর সম্পত্তি বলতে ৪৩ লক্ষ ৫৬ হাজার টাকার মার্সিডিজ বেঞ্জ। আজকের ‘আয়-ব্যয়ে’ বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান৷


 


রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী এবার রাজনীতির ময়দানে। রূপোলি পর্দা থেকে বাস্তবের মাটিতে...। ঠাঠা রোদে ঘামে ভিজে প্রচার.... জনসংযোগ...। গত ৩ মার্চ পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখপাধ্যায়, ব্রাত্য বসুর মতো মন্ত্রীদের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে এবাপ তৃণমূল প্রার্থী সায়ন্তিকা। তাঁর প্রতিদ্বন্দ্বী, বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর দানা এবং সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী রাধারানি বন্দ্যোপাধ্যায়। লড়াই ত্রিমুখী হলেও এই আসনে শাসক শিবিরের তারকাপ্রার্থীর দিকেই নজর সকলের। প্রচারে চলছে জোরকদমে ৷


 


গত ১১ মার্চ মনোনয়ন জমা দিয়েছেন তৃমমূল প্রার্থী। সেই সঙ্গে হলফনামা দিয়ে জানিয়েছেন, তাঁর বিষয়-আশয়ের খতিয়ান। হলফনামা অনুযায়ী, ২০১৯-২০ আর্থিক বছরে সায়ন্তিকার মোট আয় ২২ লক্ষ ৮৫ হাজার ১৮০ টাকা। মনোনয়ন জমা দেওয়ার সময় হাতে নগদ ছিল ৪৩ হাজার ১২৭ টাকা। জয়েন্ট ও নিজের মিলিয়ে হলফনামায় ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা জানিয়েছেন অভিনেত্রী। যেগুলিতে জমা আছে মাত্র ৩৮ হাজার ৪৬৩ টাকা।


 


বন্ড, শেয়ার, এনএসএস বা মিউচুয়াল ফান্ডে কোনও বিনিয়োগ করেননি সায়ন্তিকা।হলফনামা অনুযায়ী, তারকা প্রার্থীর ২০১৮ সালে কেনা একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি আছে। যার বর্তমান দাম ৪৩ লক্ষ ৫৬ হাজার ৪৩৬ টাকা।  সায়ন্তিকার নামে সোনা আছে ১ লক্ষ ২৩ হাজার ৪৩৬ টাকার। সব মিলিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৫ লক্ষ ৫৯ হাজার ৪৬২ টাকা।  শুধু অস্থাবর সম্পত্তির হিসেব দেওয়াই নয়, হলফনামায় বাঁকুড়ার তৃণমূলের তারকা প্রার্থী জানিয়েছেন,তাঁর নামে কোনও স্থাবর সম্পত্তি নেই।


 


তবে তারকা প্রার্থীর মাথার ওপর আছে ৪০ লক্ষ ৮৭ হাজার ২৪০ টাকার ঋণের বোঝা। হলফনামায় তৃণমূল প্রার্থী জানিয়েছেন, তাঁর নামে কোনও ফৌজদারি মামলা নেই।