কাঁথি: দক্ষিণ কাঁথি বিধানসভার দুটি জায়গায় ভোট-পরবর্তী হিংসা। পূর্ব শ্রীরামপুর গ্রামে ভোট পর্ব মিটতেই রাতে শুরু হয় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। আহত হন উভয়পক্ষের ৮ জন। গেরুয়া শিবিরের অভিযোগ, তাদের কর্মী-সমর্থকদের ভোটদানে বাধা দেয় তৃণমূল কর্মীরা। প্রতিবাদ করাতেই শুরু হয় সংঘর্ষ। পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে তৃণমূলও। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী।
এর কিছুক্ষণ পরেই দারুয়া গ্রামে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মী-সমর্থকদের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় এবং মারধর করে বলে অভিযোগ। শুরু হয় বোমাবাজি। দু’ পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হন। খবর পেয়ে রাতে এলাকায় যান সাংসদ দিব্যেন্দু অধিকারী। ঘটনাস্থলে যায় কাঁথি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দুটি ঘটনাতেই কোনও অভিযোগ দায়ের হয়নি।
গতকাল ছিল প্রথম দফা নির্বাচন। ৫ জেলার বিভিন্ন কেন্দ্রে অশান্তির ছাপ স্পষ্ট। শনিবার বঙ্গ-ভোটের প্রথম দফাতেই ঘটল প্রাণহানি। কোথাও বিজেপির বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ তুলল তৃণমূল। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ তুলল বিজেপি। দু’পক্ষের সংঘর্ষে মাথা ফাটল তৃণমূল কর্মীর।
দ্বিতীয় দফায় ভোটের আগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বোমাবাজি। সাউদখালি মনসা বাজার গ্রামে আহত এক তৃণমূল সমর্থক। বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে তৃণমূল। হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ভোট সন্ত্রাসের এই ছবি পটাশপুরের চকগোপালপুরে। বুথের কাছে ধারাল অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থেকে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। পটাশপুরের ঘটনায় কেন্দ্রীয় বাহিনী আসার পরই উধাও হয়ে যায় অভিযুক্ত। মেদিনীপুরের চার্চগেট স্কুলে বুথ জ্যামের অভিযোগে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। ভোট দিতে যাওয়ায়, বাড়ি ভাঙচুর। মহিলা, শিশুদের মারধর করা হয়। ভোটারদের বাড়ির সামনে হয় বোমাবাজি। বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ নম্বর ব্লকের বাসিন্দারা। যদিও কেন্দ্রীয় বাহিনীর সামনেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।