জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: একদিকে সুন্দরবনের গোসাবা, অন্যদিকে নদী পরিবেষ্টিত পাথরপ্রতিমা ও সাগর। আবার আরেকদিকে, সুন্দরবন উন্নয়নমন্ত্রীর এলাকা কাকদ্বীপ। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় জল-জঙ্গল ঘেরা এই ৪টি কেন্দ্র নিয়ে দক্ষিণ ২৪ পরগনায় শুরু হচ্ছে ভোটগ্রহণ।
অন্য সব জেলায় যেখানে এক বা দু’দফায় ভোট, সেখানে এই জেলাতেই ভোট হবে সর্বাধিক ৩ দফায়। বৃহস্পতিবার ভোট হবে, কাকদ্বীপ, গোসাবা, পাথরপ্রতিমা ও সাগরে।
৪টি বিধানসভা কেন্দ্রের মোট ভোটার: ১০ লক্ষ ১৫ হাজার ৬৫০ জন। মোট বুথের সংখ্যা: ১ হাজার ৪১০টি। ৪ কেন্দ্রে ভোট পরিচালনা করার জন্য ৫ হাজার ৬৪০ ভোট কর্মী নিযুক্ত করা হয়েছে। নির্বিঘ্নে ভোটগ্রহণের লক্ষ্যে ৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ৪টি কেন্দ্রে মোট প্রার্থী জন।
এই দফায় কাকদ্বীপ বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করছেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দীপঙ্কর জানা ও সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী ইন্দ্রনীল রাউত।
গোসাবায় এবারও ভোটের ময়দানে জয়ন্ত নস্কর। গত দু’বারের তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে লড়াইয়ে বিজেপির বরুণ প্রামাণিক ও সংযুক্ত মোর্চা সমর্থিত আরএসপির অনিলচন্দ্র মণ্ডল।
পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সমীর জানার প্রতিদ্বন্দ্বী বিজেপির অসিত হালদার ও সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী সুখদেব বেরা।
পাথরপ্রতিমা ও সাগরে লট ৮ থেকে কচুবেড়িয়া ফেরি সার্ভিস বন্ধ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে। ভোটগ্রহণ মেটার পর ফের চালু হবে ফেরি সার্ভিস। নদীপথে নজরদারি। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ টহল চলছে।
তবে, বৃহস্পতিবার দ্বিতীয় দফার হাইভোল্টেজ বিধানসভার ভোটের এপিসেন্টার নন্দীগ্রাম। বৃহস্পতিবার শুধু রাজ্যই নয়, গোটা দেশের নজর থাকবে নন্দীগ্রাম আসনে। মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েটদের পাশাপাশি ভোটের লড়াইয়ে রয়েছেন সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী ৩৭ বছরের মীনাক্ষী মুখোপাধ্যায়ও।