Weather Update: ক্রমশ বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রা, একদশকে দ্বিতীয়বার রেকর্ড বৃদ্ধি

এর আগে ২০১২-য় সাড়ে ৩৮ ডিগ্রিতে উঠেছিল পারদ। ২০১৪-র মার্চে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৯ ডিগ্রি।

Continues below advertisement

সঞ্চয়ন মিত্র, কলকাতা: ভোটের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উষ্ণতা। গত একদশকে দ্বিতীয়বার মার্চ মাসে ৩৮ ডিগ্রিতে পৌঁছল পারদ। চলতি বছরে মার্চেই রেকর্ড গড়ল উষ্ণতা। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১২-য় সাড়ে ৩৮ ডিগ্রিতে উঠেছিল পারদ। ২০১৪-র মার্চে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৯ ডিগ্রি।

Continues below advertisement

ভোটের উত্তাপের মতোই আগামী অন্তত চারদিন দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। অস্বস্তিকর আবহাওয়া চলবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। জানাল আবহাওয়া দফতর। এরইমধ্যে, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

চাঁদিফাটা রোদ্দুর দুপুরে বাইরে বেরোলেই আগুনের হলকা ৷ ফাল্গুনেই ঠাঁঠাপোড়া গ্রীষ্মের উত্তাপ। তবে, এইবছর এর সঙ্গে বাড়তি তাপ যোগাচ্ছে ভোট-যুদ্ধ। সভা-সমাবেশ-রোড শো, চলছে সমান তালে ৷ আগামীকাল, বৃহস্পতিবারই দ্বিতীয় দফায় ৩০টি আসনে ভোট।

রাজ্য রাজনীতি যখন টগবগ করে ফুটছে তখন দক্ষিণবঙ্গের প্রকৃতিও ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী অন্তত চারদিন দক্ষিণবঙ্গে মূলত শুকনো আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া চলবে।

বৃহস্পতিবার বাঁকুড়া, দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে ভোট। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪৮ ঘন্টায় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে, মূলত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। কিছু কিছু জায়গায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়ার দাপট থাকতে পারে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও তাপমাত্রা থাকবে স্বাভাবিকের অনেকটা ওপরে। কলকাতার ক্ষেত্রে ৩৮ ডিগ্রি পেরোতে পারে সর্বোচ্চ তাপমাত্রা।  সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি অতিক্রম করেছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি একেবারেই উল্টো। সেখানে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ওপর দিয়ে নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হওয়ায় বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে। তার জেরেই উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলোয় বৃষ্টির সম্ভাবনা।

বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ারে। এই জেলাগুলোয় মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এর সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত ঝোড়ো হাওয়ার দাপট থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

Continues below advertisement
Sponsored Links by Taboola