সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর:  কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী বদলের দাবিতে একদিকে যখন আমরণ অনশন আন্দোলনে বসেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীরা ঠিক সেই সময়ই কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায়ের বিরুদ্ধে ফালাকাটা থানায় খুনের হুমকি দেওয়ার লিখিত অভিযোগ করলেন প্রার্থীর স্ত্রী শর্বরী সিনহা রায়। 


থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি বিজেপির ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদলের আবেদন করেছেন তিনি। শনিবার এক ভিডিও বার্তায় একথা প্রকাশ করেন বিজেপি প্রার্থী সৌমেন রায়ের স্ত্রী শর্বরী সিনহা রায়।


কালিয়াগঞ্জে দলীয় কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ার পাশাপাশি এবার আইনি বেড়াজালে আটকে পড়লেন কালিয়াগঞ্জের বিধানসভার বিজেপি প্রার্থী সৌমেন রায় এখন নাস্তানাবুদ।  সব রাজনৈতিক দল প্রচার কর্মসূচি শুরু করে দিলেও বিজেপি প্রার্থী সৌমেন রায় দলীয় কর্মীদের ক্ষোভের জেরে কালিয়াগঞ্জ বিধানসভা এলাকাতেই প্রবেশ করতে পারছেন না। 


যেদিনই কালিয়াগঞ্জ বিধানসভা আসনে বিজেপি আলিপুরদুয়ারের বাসিন্দা সৌমেন রায়ের নাম প্রার্থী হিসেবে ঘোষনা করেছে সেদিন থেকেই বিক্ষোভে ফেটে পড়েছেন কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি কর্মী সমর্থকেরা। আগুনে ঘি পড়ে বিজেপি প্রার্থী সৌমেন রায়ের স্ত্রী শর্বরী সিনহা রায়ের সোস্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিও বার্তায়। 


ওই ভিডিও বার্তায় শর্বরী বলেছেন, আমি শর্বরী সিনহা রায় সৌমেন রায়ের বৈধ স্ত্রী। সৌমেন রায় নিজের পরিচয় দেওয়ার সময় নিজেকে আলিপুরদুয়ারের ফালাটাকার বাসিন্দা বলে দাবি করেছেন।  এটা সর্বৈব মিথ্যা। ওনার আদিবাড়ি কোচবিহারের তুফানগঞ্জের ধলফল গ্রামে। উনি আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন আমার চরিত্র খারাপ। ২০১৮ সালের সাজানো ঘটনা দিয়ে। ২০১৭ সাল থেকে ও আমাকে এবং আমাদের মেয়েকে ছেড়ে টুম্পা সরকারের সঙ্গে সংসার শুরু করে। তিনি বিধবা। স্বর্গীয় বাদল সরকারের স্ত্রী।


শর্বরীর অভিযোগ, এরপর থেকে তিনি স্বামীর কাছ থেকে ক্রমাগত খুনের হুমকি পাচ্ছেন। প্রতিকার চেয়ে থানার দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থীর স্ত্রী। সৌমেন রায় তাঁর প্রতিক্রিয়ায় কিছুই জানাতে রাজি হননি। বলেন, আমি এনিয়ে কিছু বলব না, যিনি অভিযোগ করছেন তিনিই বলতে পারবেন।


যেখানে শর্বরী দেবী তাঁর স্বামী তথা কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায়কে একজন প্রতারক ও দুর্নীতি পরায়ণ কলঙ্কিত ব্যক্তি বলে উল্লেখ করে ভোট না দেওয়ার আবেদন করেছেন। এরপর থেকেই কালিয়াগঞ্জ বিধানসভায় প্রার্থী বদলের দাবিতে বিজেপির আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে।  


বিজেপির এই প্রার্থী বদলের আন্দোলনকে দায়ী করে বিজেপি প্রার্থী সৌমেন রায় তাঁর স্ত্রীকে লোক দিয়ে প্রাননাশের হুমকি দিতে থাকে। শুক্রবারই ফালাকাটা থানার স্বামী তথা কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন রায়ের বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার লিখিত অভিযোগ দায়ের করেন স্ত্রী শর্বরী সিনহা রায়। 


এর পাশাপাশি, বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের কাছে কালিয়াগঞ্জের প্রার্থী বদলের আবেদনও করেন শর্বরী সিনহা রায়।  এদিকে কালিয়াগঞ্জ বিধানসভায় প্রার্থী বদলের দাবিতে স্থানীয় বিজেপি নেতা কর্মীরা আমরণ অনশন আন্দোলন শুরু করে। এই গোটা ঘটনা নিয়ে উত্তর দিনাজপুর জেলা বিজেপি শিবির যথেষ্ট অস্বস্তিতে।