ট্রেন্ডিং

আগামী সপ্তাহের মধ্যে রাজ্যে আসবে কেন্দ্রীয় বাহিনী, কমিশন সূত্রে খবর

’২৬-এর আগে রাজ্যে বিধানসভা উপনির্বাচন, দিনক্ষণ ঘোষণা করে দিল কমিশন

’২৬-এ পদ্ম ফুটবে বাংলায়, সংসদে ঘোষণা শাহের, নির্বাচনের আগে ফের অনুপ্রবেশ-রোহিঙ্গা ইস্যুতে সরব হলেন

'BJP ভুয়ো ভোটার এখানে এনে একটা প্রহসনে পরিণত করেছে', মন্তব্য ফিরহাদ হাকিমের

মণিপুরে লাগাতার হিংসা, ঘরে-বাইরে চাপের মুখে মুখ্যমন্ত্রীর ইস্তফা
মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা অতিশীর, মহিলা নেত্রীর হাতে দিল্লি তুলে দেবে BJP? মোদি আমেরিকা থেকে ফিরলে শপথ
WB Elections 2021: বিজেপিতে যোগ দীনেশ ত্রিবেদীর
জে পি নাড্ডার উপস্থিতিতে যোগদান।
Continues below advertisement

বিজেপিতে যোগদান দীনেশ ত্রিবেদীর
কলকাতা: বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে যোগদান। আজ, শনিবার বিজেপির সদর দফতরে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন তিনি।
Continues below advertisement
বিজেপিতে যোগ দিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, "শুধু ধন্যবাদ জানানোই যথেষ্ট নয়। এই সময়ের জন্যই অপেক্ষা করছিলাম আমি। আগে পরিবারের সেবা করা হত। এই দলে দেশের সেবা করা হয়।" জনতার সেবা করতেই বিজেপিতে আসা বলে এদিন জানিয়েছেন দীনেশ। তাঁর কথায়, পশ্চিমবঙ্গে এখন শুধু দুর্নীতি-হিংসা। এত অভিযোগ আসত, বিরক্ত হয়ে যেতাম। এতদিন পর আসল পরিবর্তন আসছে। তাঁর বক্তব্য, "এতে বাংলার মানুষ খুশি।"
দীনেশ ত্রিবেদী দলে যোগ দেওয়ার বিষয়ে সঠিক দলে যোগ দিলেন বলে প্রতিক্রিয়া জে পি নাড্ডার। এদিন তিনি বলেন, "দীনেশ ত্রিবেদী অভিজ্ঞ রাজনীতিবিদ। ভাল মানুষ এতদিন ছিলেন খারাপ দলে। এতদিনে উনি যোগ দিলেন সঠিক দলে।"
Continues below advertisement
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে