WB Elections 2021: বিজেপিতে যোগ দীনেশ ত্রিবেদীর

জে পি নাড্ডার উপস্থিতিতে যোগদান। 

Continues below advertisement

কলকাতা: বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে যোগদান। আজ, শনিবার বিজেপির সদর দফতরে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন তিনি। 

Continues below advertisement

বিজেপিতে যোগ দিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, "শুধু ধন্যবাদ জানানোই যথেষ্ট নয়। এই সময়ের জন্যই অপেক্ষা করছিলাম আমি। আগে পরিবারের সেবা করা হত। এই দলে দেশের সেবা করা হয়।" জনতার সেবা করতেই বিজেপিতে আসা বলে এদিন জানিয়েছেন দীনেশ। তাঁর কথায়, পশ্চিমবঙ্গে এখন শুধু দুর্নীতি-হিংসা। এত অভিযোগ আসত, বিরক্ত হয়ে যেতাম। এতদিন পর আসল পরিবর্তন আসছে। তাঁর বক্তব্য, "এতে বাংলার মানুষ খুশি।"

দীনেশ ত্রিবেদী দলে যোগ দেওয়ার বিষয়ে সঠিক দলে যোগ দিলেন বলে প্রতিক্রিয়া জে পি নাড্ডার। এদিন তিনি বলেন, "দীনেশ ত্রিবেদী অভিজ্ঞ রাজনীতিবিদ। ভাল মানুষ এতদিন ছিলেন খারাপ দলে। এতদিনে উনি যোগ দিলেন সঠিক দলে।"

Continues below advertisement
Sponsored Links by Taboola