খড়গপুর: পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরে প্রাতর্ভ্রমণে বেরিয়ে চায়ের আসরে কৃষ্ণনাম গেয়ে করতাল বাজালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি প্রার্থী তালিকা নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেছেন, ‘সাধারণ কর্মীরা দলের পাশে নেই, তাই তারকা প্রার্থী দিয়ে ভোটে জেতার চেষ্টা করছে তৃণমূল।’ একইসঙ্গে তিনি বলেন, বিজেপি যা করবে, সেটাই চমক।


তৃণমূলকে কটাক্ষ করে রাজ্য বিজেপি সভাপতি আরও বলেছেন, ‘বিভিন্ন জায়গায় তৃণমূলের পার্টি অফিস ভাঙছে তাদের দলেরই কর্মীরা। দল ছেড়ে চলে যাচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছে, সবে তো খেলা শুরু হল। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর দলীয় কর্মীদের ক্ষোভ প্রসঙ্গে শাসকদলকে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।’


গতকাল ২৯১টি আসনে প্রার্থীতালিকা ঘোষণা করেছে তৃণমূল। শুধু নন্দীগ্রাম থেকেই লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ছেড়ে যাওয়া ভবানীপুরে প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। কলকাতার প্রাক্তন মেয়র ও রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের কেন্দ্রে তৃণমূলের বাজি তাঁর স্ত্রী রত্না। পাঁচ মন্ত্রী-সহ টিকিট পাননি ৬৪ জন তৃণমূল বিধায়ক।


তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছে একের পর এক চমক। প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, জুন মাল্যর মতো তারকারা। 


তবে এরই মধ্যে টিকিট না পেয়ে ক্ষুব্ধ তৃণমূলের একাধিক নেতা-নেত্রী। তাঁরা প্রকাশ্যে ক্ষোভপ্রকাশ করেছেন। এমনকী দল ছাড়ার কথাও ঘোষণা করেছেন।


প্রার্থী তালিকায় নাম না থাকার প্রতিবাদে তৃণমূল ছাড়লেন নলহাটির বিদায়ী বিধায়ক মইনুদ্দিন শামস। ক্ষুব্ধ বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপাও। আমডাঙায় জাতীয় সড়ক অবরোধ করলেন বিদায়ী বিধায়কের অনুগামীরা। ভূমিপুত্রকে প্রার্থী না করায় ক্ষোভ শিলিগুড়িতেও। 


উত্তর চব্বিশ পরগনার আমডাঙায় তৃণমূল প্রার্থী করেছে রাজ্যের প্রাক্তন ত্রাণমন্ত্রী মোর্তাজা হোসেনকে। যিনি ২০১৮ সালে ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে এসেছিলেন। ২০১৬ সালে আমডাঙা কেন্দ্রে প্রায় ২৩ হাজার ভোটে  জিতেছিলেন তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক রফিকুর রহমান। কিন্তু এবার তাঁকে প্রার্থী না করানোয় ক্ষোভে ফেটে পড়েন অনুগামীরা। প্রতিবাদে আমডাঙার সন্তোষপুর মোড়ে আড়াই ঘণ্টা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁকে প্রার্থী না করায় সরাসরি জেলা তৃণমূল সভাপতির দিকে আঙুল তুলেছেন আমডাঙার বিদায়ী বিধায়ক। দলের সিদ্ধান্ত, পাল্টা দাবি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক।


এসব নিয়েই তৃণমূলকে খোঁচা দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। কাল ব্রিগেড সমাবেশের পর বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে বলে জানা গিয়েছে।