WB ABP-CVoter Exit Poll Results 2021 Live : নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, সিঙ্গুরে এগিয়ে মাস্টারমশাই : C Voter

West Bengal, Assam Exit Poll Results 2021 Live : কাদের দখলে নবান্ন? দেশের নজর দোসরা মে-তে। বিধানসভার দৌড়ে এগিয়ে কে? কী বলছে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা? কী ইঙ্গিত দিচ্ছে অন্যান্য EXIT POLL?

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 29 Apr 2021 04:34 PM
ABP-Cvoter Exit Poll Results 2021 Live: দেবাশিস কুমার এগিয়ে, হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে থাকতে পারেন ফিরহাদও

  • রাসবিহারী কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমার এগিয়ে, হাড্ডাহাড্ডি লড়াই

  • কলকাতা বন্দর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম এগিয়ে থাকতে পারেন

  • ভবানীপুর কেন্দ্রের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস প্রার্থী সামান্য এগিয়ে

  • চৌরঙ্গী কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় এগিয়ে , হাড্ডাহাড্ডি লড়াই

  • এন্টালি কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বর্ণকমল সাহা সামান্য এগিয়ে

  • বেলেঘাটা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ পাল এগিয়ে 

ABP-Cvoter Exit Poll Results 2021 Live: ভাটপাড়া কেন্দ্রে পবন সিংহ, বিজেপি প্রার্থী, স্পষ্টত এগিয়ে 

  • ভাটপাড়া কেন্দ্রে পবন সিংহ, বিজেপি প্রার্থী, স্পষ্টত এগিয়ে 

  • নৈহাটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক স্পষ্টত এগিয়ে 

ABP-Cvoter Exit Poll Results 2021 Live: কোনদিকে গড়াতে পারে মুকুল, অদিতি, রাহুল সিনহার ভাগ্যের চাকা ?

  • রাজারহাট  গোপালপুর থেকে এগিয়ে থাকতে পারেন তৃণমূল কংগ্রেসের অদিতি মুন্সি

  • কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে এগিয়ে থাকতে পারেন বিজেপির মুকুল রায় 

  • বোলপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রনাথ সিনহা এগিয়ে থাকতে পারেন সামান্য

  • রাজারহাট নিউটাউন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায় এগিয়ে

  • কামারহাটি কেন্দ্র থেকে এগিয়ে থাকার সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের মদন মিত্রের, হাড্ডাহাড্ডি লড়াই

  • দমদম উত্তর বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে

  • শিলিগুড়ি কেন্দ্র থেকে সংযুক্ত মোর্চা প্রার্থী অশোক ভট্টাচার্য এগিয়ে

  • হাবড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী রাহুল সিনহা হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে

  • বীজপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায় এগিয়ে, হাড্ডাহাড্ডি লড়াই 

ABP-Cvoter Exit Poll Results Live: সিঙ্গুরে এগিয়ে থাকতে পারেন বিজেপির রবীন্দ্রনাথ ভট্টাচার্য

  • সিঙ্গুরে এগিয়ে থাকতে পারেন বিজেপির রবীন্দ্রনাথ ভট্টাচার্য

  • বালি থেকে এগিয়ে থাকতে পারেন বিজেপির বৈশালি ডালমিয়া 

ABP-Cvoter Exit Poll Results 2021 Live: নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

 নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

ABP-Cvoter Exit Poll Results Live: কী হতে পারে ব্রাত্য, অরূপ, পায়েল, শোভনদেবদের ভাগ্য ? কী বলছে সি ভোটারের সমীক্ষা ?

  • দমদম কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের ব্রাত্য বসু এগিয়ে

  • বিধাননগর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত এগিয়ে, তবে হাড্ডাহাড্ডি লড়াই

  • বারাসাতে শঙ্কর চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী এগিয়ে, কিন্তু লড়াই হাড্ডাহাড্ডি

  • কসবা কেন্দ্র থেকে এগিয়ে তৃণমূল কংগ্রেসের  জাভেদ খান

  • বালিগঞ্জ কেন্দ্র থেকে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়

  • টালিগঞ্জ কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেসের অরূপ বিশ্বাস , হাড্ডাহাড্ডি লড়াই

  • রত্না চট্টোপাধ্যায় এগিয়ে বেহালা পূর্ব কেন্দ্র থেকে

  • বেহালা পশ্চিম থেকে তৃণমূল কংগ্রেসের পার্থ চট্টোপাধ্যায় এগিয়ে

  • যাদবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের দেবব্রত মজুমদার এগিয়ে , হাড্ডাহাড্ডি লড়াই

ABP-Cvoter Exit Poll Results Live: কোন দফায় কোন দল কত আসন পেতে পারে? কত শতাংশ ভোট ?

প্রথম দফায়  মোট ৩০ আসন
তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৪ আসন, ৪২ শতাংশ ভোট
বিজেপি পেতে পারে ১৫ আসন, ৪৩  শতাংশ ভোট
সংযুক্ত মোর্চা পেতে পারে ১ আসন, ১১ শতাংশ ভোট
অন্যরা ০


দ্বিতীয় দফায় মোট  ৩০ আসন
তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৬ আসন, ৪৪ শতাংশ ভোট
বিজেপি পেতে পারে ১৩ আসন, ৩৭ শতাংশ ভোট 
সংযুক্ত মোর্চা পেতে পারে ১ আসন, ১৫শতাংশ ভোট
অন্যরা ০ 



তৃতীয় দফায়  মোট ৩১ আসন
তৃণমূল কংগ্রেস পেতে পারে - ১৯ আসন , ৪৬ শতাংশ ভোট
বিজেপি পেতে পারে- ১২ আসন, ৩৮ শতাংশ ভোট
সংযুক্ত মোর্চা পেতে পারে - ০ আসন, ১৩ শতাংশ ভোট
অন্য ০


চতুর্থ দফায় মোট  ৪৪ আসন
তৃণমূল কংগ্রেস পেতে পারে ২১ আসন , ৪৪ শতাংশ ভোট
বিজেপি পেতে পারে ২১ আসন, ৪১ শতাংশ ভোট
সংযুক্ত মোর্চা পেতে পারে ২ আসন , ১২ শতাংশ ভোট
অন্য ০


পঞ্চম দফায় মোট  ৪৫ আসন
তৃণমূল কংগ্রেস পেতে পারে ২৫ আসন , ৪১শতাংশ ভোট
বিজেপি পেতে পারে ১৮ আসন, ৪২শতাংশ ভোট
সংযুক্ত  মোর্চা পেতে পারে ২আসন, ১৩ শতাংশ ভোট
অন্য ০


ষষ্ঠ দফায় মোট ৪৩ আসন
তৃণমূল কংগ্রেস পেতে পারে ২৭ আসন, ৩৯ শতাংশ ভোট
বিজেপি পেতে পারে ১৫ আসন, ৪২ শতাংশ ভোট
সংযুক্ত মোর্চা পেতে পারে ১ আসন , ১৬ শতাংশ ভোট
অন্য ০


সপ্তম দফায় মোট ৩৪ আসন
তৃণমূল কংগ্রেস পেতে পারে ২১ আসন, ৪৪ শতাংশ ভোট
বিজেপি পেতে পারে ১০ আসন, ৩৭ শতাংশ ভোট
সংযুক্ত মোর্চা পেতে পারে ৩ আসন, ১৭ শতাংশ ভোট
অন্য ০


অষ্টম দফায় মোট ৩৫ আসন
তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৫ আসন, ৪২ শতাংশ ভোট
বিজেপি পেতে পারে ১১  আসন, ৩৯ শতাংশ ভোট
সংযুক্ত মোর্চা পেতে পারে ৯ আসন, ১৭ শতাংশ ভোট
অন্য ০

ABP-Cvoter Exit Poll Results Live: তৃণমূল, বিজেপি, সংযুক্ত মোর্চা কত আসন পেতে পারে ?

কটি আসন পেতে পারে কোন দল ? 

১৫২ - ১৬৪ তৃণমূল কংগ্রেস 
১০৯ - ১২১ বিজেপি
১৪-২৫ সংযুক্ত মোর্চা
 ০ অন্যান্য

কোন দল কত শতাংশ ভোট পেতে পারে ? 

তৃণমূল ৪২ .১
বিজেপি ৩৯.২
সংযুক্ত মোর্চা ১৫.৪
অন্যান্য ৪.৩

ABP-Cvoter Exit Poll Results Live: ২০১৬ সালে ভবানীপুর কেন্দ্র থেকে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়

২০১৬ সালে ভবানীপুর কেন্দ্র থেকে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি হারিয়েছিলেন কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সীকে। জিতেছিলেন ২৫, ৩০১ ভোটে। 

ABP-Cvoter Exit Poll Results 2021 Live: ২০১৬ য় তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভেন্দু অধিকারী জিতেছিলেন নন্দীগ্রাম আসন থেকে

২০১৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভেন্দু অধিকারী জিতেছিলেন নন্দীগ্রাম আসন থেকে। জিতেছিলেন ৮১, ২৩০ ভোটে। হারিয়েছিলেন সিপিআই প্রার্থী আব্দুল কবীর শেখকে। 


 

ABP-Cvoter Exit Poll Results Live: সমীক্ষার মার্জিন অফ এরর প্লাস-মাইনাস ৩ শতাংশ

সমীক্ষায় পশ্চিমবঙ্গের দুশো বিরানব্বইটি বিধানসভা কেন্দ্রের পঁচাশি হাজারেরও বেশি ভোটারের সঙ্গে একেবারে সরাসরি কথা বলেছেন সমীক্ষকরা। সমীক্ষা চালানো হয়েছে সাতাশে মার্চ থেকে উনত্রিশে এপ্রিল পর্যন্ত। মার্জিন অফ এরর প্লাস-মাইনাস ৩ শতাংশ।  এই সমীক্ষার সঙ্গে আমাদের এডিটোরিয়াল পলিসির কোনও সম্পর্ক নেই।আমাদের জার্নালিস্টিক জাজমেন্টেরও এখানে কোনও জায়গা নেই। সমীক্ষক সংস্থার দেওয়া সংখ্যাগুলো আমরা হুবহু আপনাদের সামনে তুলে ধরি মাত্র। আবার বলি, এক্সিট পোলকে ধ্রবসত্য মনে করে উচ্ছ্বসিত, ক্ষুব্ধ বা হতাশ হওয়ার কোনও জায়গা নেই। কারণ সমীক্ষা কখনও মেলে, কখনও একেবারেই মেলে না। কয়েক মাস আগে বিহার বিধানসভা ভোটের ক্ষেত্রে এক্সিট পোল মেলেনি। আবার ২০১৮ সালে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তীসগঢ়ের ক্ষেত্রে মিলেছিল। তাই শেষ কথা বলা যাবে, আগামী রবিবার দোসরা মে।

ABP-Cvoter Exit Poll Results 2021 Live: ২০১৬-র বিধানসভা নির্বাচনের ফলাফল

জেনে নেওয়া যাক, ২০১৬-র বিধানসভা নির্বাচনের ফলাফল। ২০১৬-তে ২১১ আসন জিতে শক্তি বাড়িয়ে ক্ষমতায় প্রত্যাবর্তন ঘটেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের। ২০১১-র মতো ২০১৬-তেও ছয় দফায় ভোটগ্রহণ করা হয়েছিল। প্রথম দফার ভোট দুটি ভাগে বিভক্ত করে নেওয়া হয়েছিল। প্রথমে মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে প্রথম দফার প্রথম পর্বে ভোটগ্রহণ করা হয়েছিল। ভোট গণনা হয়েছিল ১৯ মে।

ABP-Cvoter Exit Poll Results Live: সমীক্ষা চালানো হয়েছে ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত

এই সমীক্ষায় পশ্চিমবঙ্গের দুশো বিরানব্বইটি বিধানসভা কেন্দ্রের পঁচাশি হাজারেরও বেশি ভোটারের সঙ্গে একেবারে সরাসরি কথা বলেছেন সমীক্ষকরা। সমীক্ষা চালানো হয়েছে সাতাশে মার্চ থেকে উনত্রিশে এপ্রিল পর্যন্ত। মার্জিন অফ এরর প্লাস-মাইনাস থ্রি পার্সেন্ট। 

প্রেক্ষাপট


কলকাতা : 
আজই  পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের অষ্টম তথা শেষ দফা এবার সময় এক্সিট পোলের। এই সমীক্ষার সঙ্গে আমাদের এডিটোরিয়াল পলিসির কোনও সম্পর্ক নেই। জার্নালিস্টিক জাজমেন্টেরও এখানে কোনও জায়গা নেই। সমীক্ষক সংস্থার দেওয়া সংখ্যা।  এক্সিট পোলকে ধ্রবসত্য মনে করে উচ্ছ্বসিত, ক্ষুব্ধ বা হতাশ হওয়ার কোনও জায়গা নেই। কারণ সমীক্ষা কখনও মেলে, কখনও একেবারেই মেলে না।

 আপাতদৃষ্টিতে এই বিধানসভা নির্বাচনে ঘাসফুল ও পদ্মফুলের লড়াই-ই ফোকাসে। খাতায় কলমে লড়াই ত্রিমুখী হলেও, তৃণমূল ও বিজেপির ভোটপ্রচারে বারবারই তারা বুঝিয়ে দিয়েছে এবার তারাই একে অপরের মূল প্রতিদ্বন্দ্বী। সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেললেও ভোট যুদ্ধে অনেকটাই ব্যাকফুটে বাম-কংগ্রেস-সিদ্দিক জোট। ২৭ মার্চ প্রথম দফার ভোটগ্রহণ হয়েছিল। একমাসেরও বেশি সময় ধরে আট দফায় ভোটগ্রহণের নির্ঘন্ট ঘোষণা করেছিল কমিশন।  


২০০ -র বেশি আসন পাওয়া সুনিশ্চিত, বারবার প্রচারে এসে বলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, জে পি নাড্ডা, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে তৃতীয় বার ক্ষমতায় ফেরা নিয়ে চরম আত্মবিশ্বাসী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বিজেপি ৭০ থেকে ৮০ টির বেশি আসন পাবে না, বারবার দাবি করে এসেছেন তিনি।


২০১৬ সালে পশ্চিমবঙ্গে ৬ দফায় ভোট গ্রহণ হয়েছিল। ২৯৪টি আসনের মধ্যে ২১১টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছিল। সে বার বিজেপি মাত্র ৩টি আসন জিততে পেরেছিল। খড়্গপুর সদর, মাদারিহাট এবং বৈষ্ণবনগর। ২০১৬-তে বামফ্রন্ট আর কংগ্রেস জোট বেঁধে লড়াই করেছিল। তাদের ঝুলিতে গিয়েছিল ৭৭ আসন। নির্দল ৩ ও বিজেপি ৩ আসনে জয়ী হয়েছিল।

২০১১-র বিধানসভা ভোটের তুলনায় ২৭ আসন বেশি পেয়েছিল তৃণমূল। ২৯৩ আসনে লড়াই করে জিতেছিল ২১১ আসনে। কংগ্রেস ৯২ আসনে লড়াই করে জিতেছিল ৪৪ আসনে। সিপিএম ১৪৮ আসনে লড়াই করে পেয়েছিল ২৬ আসন। ফরোয়ার্ড ব্লক ২৫ আসনে লড়াই করে পেয়েছিল ২ আসন। আরএসপি ১৯ আসনে লড়াই করে পেয়েছিল ৩ আসন। সিপিআই ১১ আসনে লড়েছিল। পেয়েছিল ১ টি আসন। তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ছিল ৪৪.৯১ শতাংশ। সিপিএম ১৯.৭৫, ফরোয়ার্ড ব্লক ২.৮২, আরএসপি ১.৬৭, সিপিআই ১.৪৫ শতাংশ ভোট পেয়েছিল। কংগ্রেস পেয়েছিল ১২.২৫ শতাংশ ভোট। বিজেপি পেয়েছিল ১০.১৬ শতাংশ ভোট।


২০১৬ সালের বিধানসভা নির্বাচনের থেকে তিন বছরে ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি-র ভোট বৃদ্ধি পায় ৩৮ শতাংশ। ২০১৯-এ ১৮টি লোকসভা আসনে জেতে গেরুয়া-দল। এবার কি সেই গ্রাফ আরও উঠবে চড়চড়িয়ে ? নাকি নোটবন্দি, জিএসটি, সিএএ, করোনা-বিপর্যয় এই সব ইস্যু ধাক্কা দেবে বিজেপির স্বপ্নে?  তৃণমূল কংগ্রেসের দাবি, বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন এক নয়। এবারও বাংলা নিজের মেয়েকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইবে। 


আজ অষ্টম দফার ভোট গ্রহণের পরই বুথ ফেরত সমীক্ষা। কাদের দখলে নবান্ন? দেশের নজর ২ মে-তে। বিধানসভার দৌড়ে এগিয়ে কে? কী বলছে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা? কী ইঙ্গিত দিচ্ছে অন্যান্য EXIT POLL?  দেখুন  বাংলার বিধান, সন্ধে ৬ টা থেকে। এ রাজ্যের পাশাপাশি থাকছে তামিলনাড়ু, কেরল, অসম ও পুদুচেরি বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফলাফল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.