ময়না: কয়েকদিন আগে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করেছিলেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। কথা প্রসঙ্গে বলেছিলেন, “নতুন সরকার গঠন হলে পশ্চিমবঙ্গের আরও বড় দুর্নীতিবাজ যারা গরিব মানুষের টাকা লুট করেছে তাদের গ্রেফতার করবেন।” সোমবার সেই একসুরে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে (WB CM Mamata Banerjee) হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (WB LoP Suvendu Adhikari)। পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ (CAA)-এর বিরুদ্ধে অপপ্রচার করছেন বলেও অভিযোগ করেন তিনি।
সোমবার তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে ময়না বিধানসভার সালিকা ধনিচকে জনসভা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ‘বিজয় সংকল্প’ নামে ওই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল ও মমতাকে তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, "সিএএ-র বিরুদ্ধে অপপ্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আপনি জেনে রাখুন, অনেক চোর ভিতরে ঢুকেছে, আরও ঢুকবে। মোদি বলেছেন, নতুন সরকার হলে আরও বড় চোরদের জেলে ঢোকাবেন। কেউ পার পাবে না।”
তৃণমূলের শাসনকালে রাজ্যে কোনও কাজ হয়নি বলে অভিযোগ করে শুভেন্দু আরও বলেন, “তৃণমূল জমানায় শুধুই ভাষণ দেওয়া হচ্ছে। একটা কোনও কাজ নেই। এই রাজ্যে কারও কোনও কাজ নেই। তাই বাধ্য হয়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে মানুষকে। বাংলায় ৭২ লক্ষ ঘর দিয়েছেন প্রধানমন্ত্রী, তাও কেন কাঁচা বাড়ি রয়েছে? আসলে কয়লা, বালি, পাথর চোর এই তৃণমূল সরকারকে সরাতে এদের হারাতেই হবে। না হলে রাজ্যের মানুষ হাল আরও খারাপ হবে। সন্দেশখালিতে যেভাবে মা-দিদি-বোনেদের ওপর তৃণমূলের দুষ্কৃতীদের সীমাহীন অত্যাচার হয়েছে। সেখানকার সাধারণ মানুষের জমি লুঠ, ভোট লুঠ ও গণতন্ত্রকে হত্যা করা হয়েছে তার বদলা হবে না। আপনারা কি বলেন সন্দেশখালির বদলা হবে না? তবে সন্দেশখালি এখন ফাঁকা হয়ে গেছে।”
বিজেপি কোনও ধর্মের বিরোধী নয় বলে দাবি জানিয়ে বিরোধী দলনেতা বলেন, “শান্তিপূর্ণভাবে রাম মন্দির পাবেন, কখনও ভেবেছিলেন ? বিজেপি কোনও ধর্ম বা সম্প্রদায়ের বিরোধী নয়, বিজেপি আসলে গুন্ডা বিরোধী।”
রাজ্যের সবকটি আসনে বিজেপিকে জেতানোর আবেদন জানিয়ে তিনি বলেন, “এই ভোট শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জেতানোর ভোট নয়। এই বার ৪০০ পার করতে হবে। তাই সব জায়গায় বিজেপি প্রার্থীদের ভোট দিন। আর এখানে তো এবার ছক্কা হাঁকাব। দেড় লক্ষ মার্জিন হবেই, আপনারা একটু চেষ্টা করলে ২ লক্ষও হতে পারে। তবে নজর রাখবেন সায়নকে কিন্তু সিপিএম এখানে দাঁড় করিয়েছে ভোট কাটার জন্য। যাতে তৃণমূলের সুবিধা হয়।”
আরও পড়ুন: Abhishek Banerjee:আজই রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।