রুমা পাল, কলকাতা: ভোট (Panchayat Poll 2023) দেখতে রাস্তায় রাজ্যপাল (Governor C V Anand Bose)। ব্যারাকপুরের বাসুদেবপুর আনন্দ বোস। ভোটারদের সঙ্গে কথা। ভোট দেখতে যাবেন নদিয়াতেও।
ভোট দেখতে রাস্তায় রাজ্যপাল: ভাঙড়ের বোমা বিছানো পথ থেকে বারুদ-বিধ্বস্ত ক্য়ানিং, সন্ত্রাস-বিদ্ধ কোচবিহার থেকে হিংসা কবলিত বাসন্তী, মুর্শিদাবাদ। ভোট হিংসার খবর পেয়ে কখনও গ্রাউন্ড জিরোয় পৌঁছে গেছেন রাজ্য়পাল। কখনও হিংসা সামাল দিতে, রাজভবনে খুলেছেন পিস রুম। এবার পঞ্চায়েত নির্বাচনের দিনও ভোট পরিদর্শনে সি ভি আনন্দ বোস। ভোট দেখতে এদিন সকালেই বেরিয়ে পড়েন তিনি।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাঙড়। একদিনে ৩ জনের মৃত্যু, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য়েই, গত ১৬ জুন সন্ত্রাস-বিদ্ধ ভাঙড়ে পৌঁছে যান রাজ্য়পাল। বোমা-বারুদের আস্ফালনের মধ্য়েই, স্থানীয়দের সঙ্গে কথা বলেন সিভি আনন্দ বোস। ঠিক এর পরদিন, অর্থাৎ, ১৭ জুন, শনিবার, ক্য়ানিংয়ে পৌঁছে যান রাজ্য়পাল। তৃণমূলের মনোনয়ন-কোন্দলের জেরে, যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ক্য়ানিং। গুলিবিদ্ধ হন দু'জন তৃণমূলকর্মী, রক্ত ঝরে পুলিশেরও। এরপরই রাজভবনে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলেন সিভি আনন্দ বোস। যার নাম দেওয়া হয় পিস রুম। যেখানে সরাসরি ফোন করে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ জানাতে পারেন অভিযোগকারীরা। সেই অভিযোগ পাঠানো হয় রাজ্য় সরকার ও রাজ্য় নির্বাচন কমিশনের কাছে। কিন্তু তারপরও সন্ত্রাসে লাগাম টানা যায়নি।
এরইমধ্য়ে, গত রবিবার, কোচবিহারের গীতালদহে আক্রান্ত তৃণমূল নেতাকে দেখতে যান রাজ্য়পাল। রাজনৈতিক অশান্তির অভিযোগ পেয়ে মাঝরাতেই নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ফোন করেন সিভি আনন্দ বোস। এর পরের দিন, বাসন্তীতে যুব তৃণমূল কর্মীর খুনের খবর পেয়ে সেখানে পৌঁছে যান রাজ্য়পাল। হত্যাকাণ্ডের সেই ঘটনাস্থলও ঘুরে দেখেন সিভি আনন্দ বোস। কথা বলেন নিহতের পরিজনদের সঙ্গে। এরপর গতকাল পঞ্চায়েত ভোটের আগের দিন হিংসা-সন্ত্রাস বিধ্বস্ত মুর্শিদাবাদে পৌঁছে গিয়েছিলেন রাজ্য়পাল।
আজ পঞ্চায়েত ভোট। ত্রিস্তরীয় পঞ্চায়েতের মোট ৬০ হাজার ৫৯৩টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোট ঘোষণা হওয়ার পর্ব থেকেই দিকে দিকে অশান্তির ছবি সামনে এসেছে। ভোটের দিন সকালেও বদল হল না সেই চিত্রর। উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় অশান্তির ছবি। সব মিলিয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial