পূর্ণেন্দু সিংহ, তালডাংরা : বাঁকুড়ার (Bankura) তালডাংরায় প্রকাশ্য সভায় সিপিএমের প্রাক্তন বিধায়ককে (Former CPM MLA) ঘরছাড়া করার হুমকি দিলেন তৃণমূলের ব্লক সভাপতি (TMC Block President)। পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে শাসক-নেতার হুঁশিয়ারি, চুপচাপ ঘরে ঢুকে যান। না হলে বাসায় ঘুঘু চরাব। মিথ্যা প্রচারের জবাব দিতেই ওই মন্তব্য বলে সাফাই দিয়েছেন তৃণমূল নেতা। পরাজয় নিশ্চিত জেনে প্রলাপ বকছেন, প্রতিক্রিয়া সিপিএমের। 


মঞ্চে উপস্থিত জেলা সভাপতি ও তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী (TMC MLA Arup Chakraborty)। তাঁর সামনেই রাজনৈতিক শত্রু সিপিএমকে উগ্র রূপ দেখানোর হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার তৃণমূল নেতা। তালডাংরা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তারাশঙ্কর রায় বলেন, 'আপনার ঘুঘুর বাসায় ঘুঘু চরিয়ে দেব। আপনি কোন চাঁদু ? তৃণমূল কংগ্রেসের রূপ দেখেছেন শান্তশিষ্ট, উগ্রতা দেখেননি।'

বুধবার তালডাংরার বিবড়দায় পঞ্চায়েত ভোটের প্রচার চলাকালীন সিপিএমের প্রাক্তন বিধায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্রকে ঘরছাড়া করার হুমকি দিলেন তৃণমূলের ব্লক সভাপতি। তারাশঙ্কর রায়ের হুঁশিয়ারি, 'তালডাংরা বাজারে সিগারেট খাচ্ছেন। ওই সিগারেটটা চুপচাপ খান, আর ঘরে ঢুকে যান। তৃণমূল কংগ্রেস যেদিন খেপে যাবে, থাকতে দেবে না এলাকাতে। ঘরছাড়া করে দেব।'

ভোট-সন্ত্রাসে তৃণমূলের বিরুদ্ধে বারবার বিরোধীদের ঘরছাড়া করার অভিযোগ উঠেছে। মামলা গড়িয়েছে আদালতে। তৃণমূল সব ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু এবার প্রকাশ্যে প্রাক্তন সিপিএম বিধায়ককে ঘরছাড়া করার হুমকি। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতেই সাফাই দিয়েছেন তৃণমূল নেতা। তাঁর বক্তব্য, 'সাধারণ মানুষ ওঁকে ঘরছাড়া করে দেবেন। মিথ্যায় ভর করে সারা জীবন থাকা যায় না। উনি সত্যি কথা বলুন। উনি তো মিথ্যা কথায় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করবেন।'

এ প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রাক্তন বিধায়ক অমিয় পাত্র বলেন, 'পরাজয়ের আতঙ্কে ভীত। খানিকটা প্রলাপ বকছেন মনে হল। এই বক্তব্যের কোনও প্রতিক্রিয়া দেওয়া আমার পক্ষে রুচিকর বলে মনে করি না।'

২০২৩-এ তালডাংরায় ত্রিস্তর পঞ্চায়েতে অধিকাংশ আসনেই প্রার্থী দিয়েছে বামেরা। তাই লড়াই এবার হাড্ডাহাড্ডি। ভোটের আগে প্রচারের ময়দানেও কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন ; 'আমাদেরও মিলিটারি ফোর্স আছে', সুকান্তকে চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের