কলকাতা: শুরু থেকেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে তরজা চলছিল। ভোটপর্বেও যা অব্যাহত রইল। যদিও গণনার দিন রাজ্য় নির্বাচন কমিশনার বলছেন, কেন্দ্রীয় বাহিনী থাকলে কিছুটা আটকানো যেত সন্ত্রাস। কেন্দ্রীয় বাহিনী থাকলে ভাল হত। আমরা তো প্রত্যেক বুথের জন্য কেন্দ্রীয় বাহিনী (Central Force) আগেই চেয়েছিলাম, ভোট গণনার দিন এমনই দাবি করলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার (Rajiv Sinha)। যদিও রাজীব সিনহা এও বলেছেন, শান্তিপূর্ণ ভোট হয়েছে অনেক জায়গাতেই।
কথা ছিল পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) রাজ্যের সব বুথে হাজির থাকবে কেন্দ্রীয় বাহিনী। প্রায় ৬০ হাজারে বেশি বুথে যাতে শান্তিপূর্ণভাবে ভোট করানো যায়, সেজন্য ক্রমাগত তিরষ্কারের পর এমনই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কিন্তু ভোটের দিন কত বুথে হাজির থাকল কেন্দ্রীয় বাহিনী ? রক্তস্নাত গ্রাম বাংলার ভোট দেখে যে প্রশ্নই উঠছিল। উত্তরটা মাত্র চার ভাগের এক ভাগে ! রাজীব সিনহা (Rajiva Sinha) নিজে যে তথ্য জানালেন। রাজ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, ৬০ হাজার বুথে থাকার কথা থাকলেও সব কেন্দ্রীয় বাহিনী (Central Force) এসে না পৌঁছনোয় শেষ পর্যন্ত চারভাগের একভাগে, প্রায় ১৫ হাজার বুথে কেন্দ্রীয় বাহিনীকে রাখা সম্ভব হয়েছিল।
পঞ্চায়েত নির্বাচনের (State Election Commissioner) দিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেলাগামা সন্ত্রাসের খবর আসতে শুরু করে। যদিও ভোট শুরু হয়ে যাওয়ার প্রায় ৩ ঘণ্টা পরে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে পৌঁছন রাজীব সিনহা। এর পর তিনি ডেকে পাঠান কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশনের সম্বন্বয়ের দায়িত্বে থাকা বিএসএফের ডিজিকে। যাঁর সঙ্গে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে, সেই তথ্য জানতে চান বলেই জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার (State Election Commissioner)।
কেন্দ্রীয় বাহিনী নামানোর পরও আটকানো যায়নি প্রাণহানি। পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) প্রাণহানির সংখ্যা ৩২ ছুঁয়ে ফেলল। এর মধ্যে, শনিবার ভোটগ্রহণের দিনই বেলা আড়াইটে পর্যন্ত ১২ জন প্রাণ হারিয়েছেন। সেই আবহে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকায় আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই আবহে মুখ খুললেন রাজ্যের নির্বাচন কমিশনার (WB Election Commission) রাজীব সিন্হা (Rajiv Sinha)। মেনে নিলেন, এই পঞ্চায়েত নির্বাচনকে শান্তিপূর্ণ বলা সম্ভব নয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial